নিজের পুরনো লিগেই ফিরবেন আদমা নিয়ানে?

শেষ ফুটবল সিজনে আশানুরূপ ফল পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই…

Will Adama Niane Return to Azerbaijan Premier League After Gokulam Kerala FC Release?

শেষ ফুটবল সিজনে আশানুরূপ ফল পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে মরিয়া কেরালার এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল গোকুলাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল ক্লাবের।

সেইমতো পরবর্তীতে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত করেছে এই ক্লাব। শুধুমাত্র নতুন ফুটবলারদের দলে টানাই নয় নিজেদের বেশকিছু ফুটবলারদের রিলিজ করার কথা ও উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। গত কয়েক মাসে সেইমতো একাধিক ফুটবলারদের রিলিজ করার কথাও উঠে এসেছিল ব্যাপকভাবে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মালির দাপুটে ফরোয়ার্ড আদমা নিয়ানের (Adama Niane) নাম। দিনকয়েক আগেই এই বিদেশি ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিল কেরালার এই ফুটবল ক্লাব। গত সিজনে মোট কুড়িটি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।

   

যার মধ্যে ছয়টি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ও ছিল বত্রিশ বছর বয়সী আপফ্রন্টের এই তারকার। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না ম্যানেজমেন্ট। যারফলে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে টানার পর এই নতুন সিজনের আগেই রিলিজ করে দেওয়া হয় এই ফুটবলারকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এবার কোথায় যোগদান করবেন তিনি। এখনও পর্যন্ত সেটি চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে নিজের পুরনো লিগ অর্থাৎ আজারবাইজানের প্রথম ডিভিশনের লিগেই খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

Advertisements

গোকুলাম শিবিরে যোগদান করার পূর্বে সেই দেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল কাপজ পিএফকের সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। এবার সেই লিগে তাঁকে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করা হচ্ছে।