লখনউ: রবিবার আরব আমিরাতে এশিয়া কাপের ভারত-পাকিস্তান (IND-PAK) ক্রিকেট ম্যাচ হওয়ার কথা। তার আগে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ বয়কটের ডাক দিলেন ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হানায় মৃত শুভম দ্বীবেদির স্ত্রী ঐশন্যা দ্বীবেদি। বিসিসিআই(BCCI)-এর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না বিসিসিআই কিভাবে এই ম্যাচে রাজি হল। জঙ্গি হানার মৃত ২৬ নাগরিকের পরিবারের প্রতি কি দেশের ক্রিকেট বোর্ডের একটুও সহানুভূতি নেই?”
সেইসঙ্গে মাত্র হাতে গোনা কয়েকজন খেলোয়াড় ছাড়া কেউ ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দেয়নি বলে কটাক্ষ করেন ঐশন্যা। তাঁর ক্ষোভ, আমাদের ক্রিকেটররা কি করছেন? দুই-একজনকে ছাড়া এই মকাউকে এই ম্যাচের বিরোধিতা বা নিন্দা করতে দেখলাম না। কেউ এগিয়ে এসে বয়কটের ডাক দিল না। বিসিসিআই তো খেলোয়াড়দের গান পয়েন্টে দাঁড় করিয়ে খেলাতে পারে না। কিন্তু নিজের দেশের জন্য ক্রিকেটরদের সার্বিকভাবে এই ম্যাচ বাতিল করার দাবি তোলা উচিৎ ছিল”।
পাশাপাশি, ম্যাচের মুনাফা দিয়ে পাকিস্তান জঙ্গিদের মদত করবে বলে তোপ দাগেন পহেলগামে মৃত শহীদের স্ত্রী। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামের জঙ্গিদের গুলিতে চোখের সামনে স্বামী শুভমকে ঝাঁজরা হয়ে যেতে দেখেন ঐশন্যা দ্বীবেদি।
পাকিস্তান মদতপুষ্ট লস্কর গ্রুপের শাখা টিআরএফ(TRF)-এর নৃশংস হত্যালিলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পরও পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে (Asia Cup) ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দিল্লিতে খেলোয়াড়দের কুশপুতুল পোড়ান হয়। শুভম দ্বীবেদির স্ত্রী এদিন দেশের মানুষের কাছে আবেদন করেছেন, “কেউ যেন রবিবার টিভির পর্দায় এই ম্যাচ না দেখেন”।