East Bengal Club : লাল-হলুদের জন্য কেন সঠিক কোচ হতে পারেন স্টিফেন? জেনে নিন

stephen Constantine

স্টিফেন কিনস্টান্টাইন সম্ভবত ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হতে চলেছেন। রবিবারের জল্পনা অনুযায়ী তাঁকেই লাল হলুদের কোচ হিসেবে আগামী দিনে দেখার সম্ভাবনা প্রবল। এই খবরে অনেক ফুটবল প্রেমী খুশি।

Advertisements

স্টিফেন কিনস্টান্টাইনের ভারতে ফিরে আসার সম্ভাবনা অনেকেই নতুনের ডাক শুনতে পাচ্ছেন। পুরনো কোচের আগমণে কেন নতুনের ডাক, আর কেনই-বা খুশি হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা? এর পিছনে একাধিক কারণ থাকতে পারে।

   

প্রথমত, কোচ হিসেবে তাঁর অগাধ অভিজ্ঞতা। দেশ বিদেশি কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। দুই দফায় ভারতের জাতীয় দলে কোচিং করিয়েছেন। এখনও ভাবনা চিন্তায় রয়েছে ফুটবল।

Advertisements

দ্বিতীয়ত, ভারতীয় ফুটবলকে খুব ভালো করে চেনেন, বোঝেন। জাতীয় দলে কাজ করার সুবাদে ভারতীয় ফুটবল সম্পর্কে তিনি ওয়াকিবহাল। ভারতের প্রতি ভালোবাসাকে স্টিফেন কখনও লুকিয়ে রাখেননি। তাই পেশাদার কোচ হয়েও আবেগের সঙ্গে বা ক্লাবকে ভালোবেসে কোচিং করাতে পারবেন।

তৃতীয়ত, ভারতের পাশাপাশি সুদানের জাতীয় দলের কোচ ছিলেন। ভালো মানের, মধ্য মানের ফুটবলারদের সঙ্গে তিনি কাজ করেছেন। বহু ক্ষেত্রে সফল হয়েছে। ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত সম্ভাব্য যা দল তাতে তারকা ফুটবলারের সংখ্যা হয়তো খুব বেশি হচ্ছে না। তবে বহু তরুণ প্রতিভাধর ফুটবলার থাকতে পারেন। সেক্ষেত্রে স্ট্রেফেনের ফুটবল দর্শন কাজে লাগতে পারে। অল্প রসদকে কাজে লাগিয়ে কীভাবে ভালো ফুটবল খেলাতে ভারতের প্রাক্তন কোচ সেটা জানেন।