Slavko Damjanovic: ইস্টবেঙ্গলের এই তারকাকে কেন ভয় পাচ্ছেন মোহনবাগানের স্লাভকো

Slavko Damjanovic

রাত পোহালেই ডার্বি৷ আর সেই ডার্বি জ্বরে কাঁপছে কলকাতাসহ বাংলার ময়দান৷ লিগ টেবিলের তলায় থাকা ‘চিরশত্রু’ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ( ATK Mohun Bagan)৷ কলকাতায় এই প্রথমবার ডার্বি খেলবেন মোহনবাগান তারকা ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ (Slavko Damjanovic)৷

আরও পডুন: কবে এটিকে মোহনবাগানের প্রাক্টিসে নামবেন স্লাভকো, জানুন বিস্তারিত

   

মাঠে নামার আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহনবাগান ডিফেন্ডার বলেছেন, “ইস্টবেঙ্গলের সব থেকে শক্তিশালী হল ওদের আক্রমণভাগ। ওদের ক্লেইটন সিলভা খুব ভালো স্ট্রাইকার। সুযোগসন্ধানী, গোলটা চেনে। এখনও পর্যন্ত ১২টা গোল করেছে। কিন্তু ও যখন অন্য ক্লাবে খেলত তখন আমিও অন্য ক্লাবের জার্সিতে আইএসএলের মাঠে ক্লেইটনের বিরুদ্ধে দুইবার খেলেছি। একবারও আমাকে হারাতে পারেনি। ওর খেলার ধরণটা আমি জানি। এবারও আমার সঙ্গে পারবে না। মানে, গোল করতে দেব না এই শপথ নিয়েই নামব।”

Cleiton Silva

আরও পডুন: Jake Jervis: ডার্বিতে প্রাক্তন সতীর্থের মুখোমুখি হওয়ার উত্তেজনায় কাঁপছে জার্ভিস

তিনি ডার্বি প্রসঙ্গে আরও বলেন, “আমি যেখানে খেলতাম সেখানকার সার্বিয়ান ডার্বিতে আমি নিয়মিত খেলেছি। তা সত্ত্বেও কলকাতা ডার্বিতে খেলতে প্রথম নামব, এটা ভেবে বেশ রোমাঞ্চিত হচ্ছি। স্টেডিয়াম ভর্তি সমর্থকের সামনে খেলতে নামব এটাই আমার কাছে বাড়তি মোটিভেশন। ইউটিউব ভিডিও এবং কিছু ক্লিপিংস দেখেছি। সবুজ-মেরুণ সমর্থকদের আবেগ দেখেছি এখানে। প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামব বলে কোনও চাপ নেই। আর চাপ না থাকলে তো খেলার মজাটাই থাকে না। সেটা উপভোগ করতে চাই। নিজেদের গোল রক্ষা করে জিতে মাঠ ছাড়তে চাই।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন