ফিফা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে চলতি মাসের ২১ তারিখ।উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। তার আগে বুধবার আসন্ন বিশ্বকাপ কে জিতবে এই প্রশ্নে ATK মোহনবাগানের টুইট পোস্ট বেশ শোরগোল ফেলে দিয়েছে।
সংক্ষিপ্ত সময়ের ওই টুইট ভিডিও সবুজ মেরুন খেলোয়াড় কিয়ান নাসিরির কাছে জানতে চাইলে বলেন,”আমার মনে হয় ব্রাজিল।ছোটবেলা থেকেই সার্পোট করি,ভালো টিম,ভালো প্লেয়ার আছে।”প্রতীম কোটাল নিজের প্রিয় টিম ব্রাজিল নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন,”আমার ফেবারিট টিম অবশ্যই ব্রাজিল।কাকে ছেড়ে কাকে খেলাবে এটা খুব কঠিন বিষয়।” বিশ্বকাপ নিয়ে প্রতীম জানিয়েছে,” শুভাশিস বোস আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়ে বলেন,”আমি ছোটবেলা থেকেই মেসির ভক্ত,আমার পুরো পরিবার আর্জেন্টিনাকে সার্পোট করে।” আশিক কুরুনিয়ানের কাছে এগিয়ে আর্জেন্টিনা পচ্ছন্দের দল।কুরুনিয়ানের কথায়,”আমি মেসির বড় ভক্ত।তাই আমি চাই বিশ্বকাপ আসুক দলের কাছে।”
ভারত ফিফা বিশ্বকাপ খেলতে না পারলেও ফুটবল বিশ্বযুদ্ধ নিয়ে কৌতুহলের শেষ নেই।আট থেকে আশি এখন থেকেই বিশ্বকাপের জ্বরে কাবু।
With the FIFA World Cup just around the corner, we asked our players who will win and why! Watch now!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/TDVDhPeVm8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 16, 2022