Brendan Hamill: হ্যামিলের পরিবর্তে কাকে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে

ঘন্টাকয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ব্র্যান্ডন হ্যামিলের (Brendan Hamill) রিলিজের কথা জানিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। একটা সময় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে বিবেচিত হলেও, গত ফুটবল মরশুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অস্ট্রেলিয়ান ফুটবলার। হাতে গোনা কয়েকটি ম্যাচেই তাকে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ। কিন্তু সেখানেও হতাশ করেছেন সকলকে। স্বাভাবিকভাবেই নতুন মরশুমে তিনি যে আর দলে থাকবেন না তার আভাস মিলেছিল অনেক আগে থেকেই। সেটাই হয়েছে এবার।

   

আরও পড়ুন: Mohun Bagan SG: মোহনবাগানের মাঝমাঠ জল্পনায় স্পষ্ট হল দু’টো বিষয়

কিন্তু তার পরিবর্তে কে আসতে পারেন সবুজ-মেরুন শিবিরে? এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে একাধিক বিদেশী ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছে আলবার্তো রদ্রিগেজের পাশাপাশি ড্যানি বাথের মতো হাইপ্রোফাইল নাম। যতদূর জানা গিয়েছে, এই দুই ফুটবলারের সঙ্গেই নাকি কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছে বাগান ব্রিগেডের। এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যেতে পারে নয়া বিদেশীর নাম। তবে এমন হাই প্রোফাইল ফুটবলারের উপস্থিতি যথেষ্ট শক্তিশালী করে তুলতে পারে মেরিনার্সদের রক্ষণভাগকে।

আরও পড়ুন: Hira Mondal: ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মন্ডল

এছাড়াও কিছুদিন আগেই আপুইয়াকে সই করিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা বিরাট চমক। একটা সময় এই ফুটবলারকে পাওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাব আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাগানের জালে ধরা দেন এই ভারতীয় ফুটবলার।‌

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন