Kerala Blasters: পুইতিয়ার বিকল্প হিসেবে কে আসছেন, জবাব দিলেন কেরালা কোচ

ইতিমধ্যে এটিকে মোহনবাগান যোগ দিয়েছেন পুইতিয়া। খুব শীঘ্রই সবুজ মেরুন জার্সি গায়ে প্রাক্টিসে নামবেন তিনি।কিন্তু তার বদলে কাকে নেবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)? ইতিমধ্যে সেই…

Kerala Blasters coach ivan

ইতিমধ্যে এটিকে মোহনবাগান যোগ দিয়েছেন পুইতিয়া। খুব শীঘ্রই সবুজ মেরুন জার্সি গায়ে প্রাক্টিসে নামবেন তিনি।কিন্তু তার বদলে কাকে নেবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠছে।

Advertisements

যদিও এবিষয় আপডেট দিয়েছেন কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকানোভিচ। জানিয়েছেন যেদিন পুইতিয়া তার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তখন থেকেই তার বিকল্প খোঁজা শুরু করেছে ক্লাব। এবং এবিষয় চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই সকলের সাথে শেয়ার করবে ক্লাব।

   

নর্থইস্ট ইউনাইটেড এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন পুইতিয়া। কিন্তু চলতি মরসুমে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না তিনি। আর এই সুযোগ টা কাজে লাগিয়ে এটিকে মোহনবাগান তাকে দলে নিয়ে ভীষণ দারুণ কাজ করেছেন বলা চলে।

এটিকে মোহনবাগানে যোগদান করার পর এই প্রথমবার মুখ খুললেন পুইতিয়া। তিনি বলেছেন, “এটিকে মোহনবাগানে যোগদান করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।ভালো ফুটবল খেলাটাই আমার লক্ষ‍্য থাকে সব সময়।এবারও সেই চেষ্টা করবো।”