কোন পথে ডুরান্ডের পরবর্তী পর্যায়ে পৌছবে ATK Mohun Bagan, দেখে নিন

ইতিমধ্যে চলতি ডুরান্ড কাপের আসরে দুটি ম‍্যাচ খেলে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরমধ্যে প্রথম ম‍্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গেছিলো তারা শেষ মুহূর্তে…

ATK Mohun Bagan

ইতিমধ্যে চলতি ডুরান্ড কাপের আসরে দুটি ম‍্যাচ খেলে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরমধ্যে প্রথম ম‍্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গেছিলো তারা শেষ মুহূর্তে গোল হজম করে,আর দ্বিতীয় ম‍্যাচে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করেছিল তারা।অর্থাৎ দুই ম‍্যাচ খেলে এটিকে মোহনবাগানের সংগ্রহের পয়েন্ট সংখ্যা ১।

তাহল বর্তমানে সকল সবুজ মেরুন ভক্তদের মনে প্রশ্ন উঠতেই পারে যে, এবারের মতো কি ডুরান্ড কাপের প‍রবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ সবুজ মেরুন ব্রিগেডের ? নাকি হাল্কা কোনও সম্ভাবনা আছে এখনও ?আর যদি পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব হয়েও থাকেও,তাহলে তা ঠিক কোন পথে ?

এইমুহুর্তে এটিকে মোহনবাগানের ডুরান্ডের গ্রুপ পর্বের দুটো ম‍্যাচ বাকী আছে।প্রথম টা আগামী রোববার ডার্বি , ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।আর শেষ ম‍্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে।যদি এই দুই ম‍্যাচ থেকে মোহনবাগান জিততে পারে, তাহলে চার ম‍্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করবে।

অন‍্যদিকে বর্তমানে মুম্বই সিটি এফসি যেমন ভাবে্য পারফরম্যান্স করছে তাতে তাদের গ্রুপ পর্বের শেষ দুই ম‍্যাচে জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল।দুই ম‍্যাচ জিতে গেলে মুম্বইয়ের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়াবে ১০।আর ১০ পয়েন্ট পেলে তারা নিশ্চিন্তে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে।পরে থাকবে গ্রুপে দ্বিতীয় স্থান।

প্রতি গ্রুপ থেকে দুটো করে টিম যাবে পরবর্তী রাউন্ডে,এক্ষেত্রে এটিকে মোহনবাগানের যদি পরবর্তী রাউন্ডে যাওয়া সুনিশ্চিত করতে হয়,তাহলে তাদের জেতার পাশাপাশি বেশি পরিমাণে গোল করতে হবে।এবং বাকী তিন দল,অর্থাৎ ইস্টবেঙ্গল,রাজস্থান এবং ইন্ডিয়ান নেভির উপর ভরসা করতে হবে।অর্থাৎ বাকী দল গুলোর বাদবাকি ম‍্যাচের ফলাফল মোহনবাগানের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে, সে কথা নিশ্চিত ভাবে বলা চলে।