দুবাই, ১৪ সেপ্টেম্বর: আবারও সেই বহুল প্রতীক্ষিত দিন, উপমহাদেশীয় ক্রিকেট ভক্তদের হৃদয় যেন ধুকধুক করছে। এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। অনুষ্ঠিত হতে চলেছে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৮টা (IST) থেকে। ইতিমধ্যেই চলতি এশিয়া কাপ জমে উঠেছে একাধিক হাইভোল্টেজ ম্যাচে, তবে নজর এখন একটাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই।
Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!
বিতর্কের মাঝে উত্তেজনার পারদ
এই ম্যাচ ঘিরে শুধু উত্তেজনাই নয়, তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। যদিও তা ম্যাচের আগের মেজাজে বড় প্রভাব ফেলেনি, বরং এই লড়াই ঘিরে উত্তাপ যেন আরও বাড়িয়েছে। দুই দলই তাদের আগের ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের বিরুদ্ধে দাপুটে জয় নিয়ে এসেছে, তবে সাম্প্রতিক ফর্মের বিচারে ভারত কিছুটা এগিয়ে।
বিপরীত মেরুতে দুই দলের ফর্ম
বিশ্বকাপ ২০২৪ পর থেকে ভারত ও পাকিস্তান দুটি ভিন্ন পথে হেঁটেছে। পাকিস্তান এখনও স্থায়ী দল গঠনে হিমশিম খাচ্ছে, সেখানে ভারত গড়ে তুলেছে এক ধারাবাহিক ও শক্তিশালী দল, যেখানে আছেন ফর্মে থাকা ব্যাটসম্যানরা এবং বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ।
India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের
টি২০ তে মুখোমুখি পরিসংখ্যান
টি২০ আন্তর্জাতিকে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তার মধ্যে ১০ বার জিতেছে ভারত, আর মাত্র ৩ বার জয় পেয়েছে পাকিস্তান। গত পাঁচ ম্যাচে ভারত জিতেছে ৩ বার, পাকিস্তান ২ বার। সর্বশেষ সাক্ষাতে, ২০২৪ সালের জুনে নিউ ইয়র্কে ভারত ৬ রানে জয় পেয়েছিল।
সম্ভাব্য একাদশ
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ
India vs Pakistan : কোহলিকে পিছনে ফেলে ভারত-পাক ম্যাচে বিরল রেকর্ডের হাতছানি সূর্যের
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মহম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ
কখন ও কোথায় দেখা যাবে ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৫ টি২০ গ্রুপ ‘এ’ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Sony Sports Network। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে ((Subscription প্রয়োজন))। ম্যাচ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, সন্ধ্যা ৮টা (ভারতীয় সময় অনুযায়ী)।
IND vs PAK Asia Cup 2025: When and Where To Watch India vs Pakistan Mega Match?@ACCMedia1 #TeamIndia #AsiaCup #AsiaCup2025 #INDvsPAK https://t.co/nnbCI6kVwa
— LatestLY (@latestly) September 13, 2025
Where and How to watch India vs Pakistan free live streaming in Asia Cup 2025