কবে ভারতে আসতে পারেন বাগান কোচ? জানুন

আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। সেইমতো ধীরে ধীরে শহরে আসতে শুরু করেছেন দলের ফুটবলাররা। বৃহস্পতিবার…

JOSE MOLINA Mohun Bagan

আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সিনিয়র দল। সেইমতো ধীরে ধীরে শহরে আসতে শুরু করেছেন দলের ফুটবলাররা। বৃহস্পতিবার সকালে কলকাতার বুকে পা রেখেছেন স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেড। তারপর আজ থেকেই যোগ দিয়েছেন অনুশীলনে। কিন্তু কবে আসবেন বাগান কোচ ?

   

বিশেষ সূত্র মারফত খবর, আগামী ২৮ শে জুলাই কলকাতায় এসে পৌঁছাবেন বাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। তারপরেই বাগানের অনুশীলনের দায়িত্ব নেবেন এই স্প্যানিশ কোচ। পাশাপাশি এই মরসুমে সহকারী কোচের দায়িত্বে থাকবেন বাস্তব রায় এবং ইগর তাসেভেস্কি। অন্যদিকে গোলকিপিং কোচের দায়িত্বে থাকবেন ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন।

গতবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএল ট্রফি। এবার সেই খেতাব জয়ের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। সেজন্য, একাধিক বদল আনা হয়েছে দলের অন্দরে। পুরনো বেশ কয়েকজন ফুটবলারদের রিলিজ করে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।

তাঁদের সামনে রেখেই নিজের প্রথম একাদশ সাজাতে চাইবেন বাগান কোচ। এখন সেইদিকেই নজর আপামর বাগান সমর্থকদের।