Monday, December 8, 2025
HomeSports Newsকবে থেকে মাঠে নামছেন ফ্লোরেন্ট ওগিয়ার

কবে থেকে মাঠে নামছেন ফ্লোরেন্ট ওগিয়ার

- Advertisement -

নয়া বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আব্দুল কাদিরীর পরিবর্তে ষষ্ঠ বিদেশি হিসেবে সাদা-কালো ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্লোরেন্ট ওগিয়ার (Florent Ogier)। একটা সময় পর্তুগিজ তারকা নুনো রেইসের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে দলে টেনে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে কাদিরীর বদলি হিসেবে মহামেডানে নয়া বিদেশি আসা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে গত সপ্তাহে প্রকাশ্যে আসে ফ্লোরেন্টের যোগদানের কথা।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular