Sunday, December 7, 2025
HomeSports Newsথমাস কাপে ইতিহাস সৃষ্টিতে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা!

থমাস কাপে ইতিহাস সৃষ্টিতে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা!

- Advertisement -

টুর্নামেন্টের শুরু’র দীর্ঘ ৭৩ বছর পর রোববার ভারতীয় ব্যাডমিন্টন দল থমাস কাপ (Thomas Cup) জিতে ইতিহাস স্থাপন করেছিলো।এই ঐতিহাসিক জয়ের কান্ডারী’রা জানিয়েছেন দলের সফলতার নেপথ্যে আছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেখানে আলোচিত অনুপ্রেরণামূলক কথাবার্তা।এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা জানিয়েছেন ভারতের কিদম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয় ।

জানা গিয়েছে প্রতিযোগীতা শুরু’র আগেই এই গ্রুপ বানানো হয়েছিলো, নাম দেওয়া হয়েছিল ‘ইট’স কামিং হোম’। কেন এমন নাম ? শ্রীকান্তের বক্তব্য, ” নিজেদের উপর বিশ্বাস রাখতেই এরকম একটা নাম ব‍্যবহার করেছিলাম আমরা,যে আমরাও পারি।‌দলে তারুণ্যের আধিক্য ছিলো বেশি,তাই একটা পরিবেশ তৈরী করাটাই ছিলো আমাদের লক্ষ‍্য যেখানে সবাই নিজেদের সেরাটা দিতে পারে।চেয়েছিলাম একে অপরের পাশে দাড়াতে।এবং সেটা কাজে লেগেছে দেখে খুশী আমরা।”

   

হোয়াটসঅ্যাপ গ্রুপ’টা তৈরী করেছিল প্রণয়।তার বক্তব্য অনুযায়ী এমন একটা গ্রুপ তৈরি করা প্রয়োজন ছিলো।যেখান সবাই সবার মতামত দিতে পারে।মুক্ত মনে আলোচনা করতে পারে।চিনা তাইপেই’য়ের কাছে হেরেছিলাম,কিন্তু এরপর ঐক্যবদ্ধ হতে এই গ্রুপ’ই নাকি তাদের সাহায্য করেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular