আইএসএলে শক্তিশালী হায়দরাবাদ এফসির বিরুদ্ধে শনিবার মাঠে নামার আগে টিম ইস্টবেঙ্গলের কাছে লিগের অবশিষ্ট ১২ টা ম্যাচ ফাইনালের মতো। এমন অবস্থায় নিজেদের খেলার ওপরেই মনসংযোগ বজায় রাখতে চাইছে লাল হলুদ শিবিরের ফুটবলারেরা, এমনটাই সাংবাদিক বৈঠকে এসে জানাল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার সেম্বোই হাওকিপ (Thongkosiem Haokip)।
বুধবার হাওকিপ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন,’আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে খেলব এবং কিভাবে ৩ পয়েন্ট অর্জন করবো’। স্পষ্টতই বোঝা যাছে ৮ ম্যাচে ৫ গেম হেরে গিয়ে যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে লাল হলুদ ব্রিগেড। তাই হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আইএসএলে এগিয়ে যেতে চাইছে গোটা ইস্টবেঙ্গল দল।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কায় ইস্টবেঙ্গল খেলোয়াড়দের মানসিকতায় ভোল পাল্টেছে এমনটা লিগে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া থেকে প্রমাণিত সত্য।এখন রেড এন্ড গোল্ড ব্রিগেডের লক্ষ্য হল লিগ টেবলে উন্নতি করা।এটা করতে গেলে ফুটবলারদের পারফর্ম করতে হবে ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত আইএসএলে ‘লাস্ট বয়ে’র তকমা মুছে যায়নি লাল-হলুদ জার্সি থেকে।তাই টেবলে যতটা সম্ভব ওপরে উঠে লাস্ট বয়ের তকমা ঝেড়ে ফেলতে চাইছে টিম ইস্টবেঙ্গল।