হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ‘আমরা প্রস্তুত’: কোচ কনস্টাটাইন

আগামী শনিবার, ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেকেন্ড বয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ৮ ম্যাচ খেলে মাত্র তিন ম্যাচে…

Stephen Constantine

আগামী শনিবার, ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সেকেন্ড বয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ৮ ম্যাচ খেলে মাত্র তিন ম্যাচে জয়ের মুখ দেখা লাল হলুদ শিবির ‘সামনের দিকে তাকাতে চাইছে’ এমনটাই জানিয়েছে বুধবার কোচ স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine)।

ISL ইস্টবেঙ্গলকে এখন ১২ টা ম্যাচ খেলতে হবে।৫ ম্যাচে হারের মুখ দেখা জর্ডন ও’ডোহার্টিদের কাছে প্রতিটা গেম ফাইনালের মতো।এই প্রসঙ্গে সাংবাদিকদের কাছে লাল হলুদ ব্রিগেডের বৃটিশ কোচ কনস্টাটাইন বলেন,’আমরা সব দলের জন্য প্রস্তুতি নিচ্ছি, যাতে মাঠে ওই জিনিসগুলো বাস্তবায়ন করা যেতে পারে’।

জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পেয়ে অক্সিজেন পেয়েছে হাওকিপরা। জামশেদপুর ম্যাচের পর কলকাতায় এসে শক্তিশালী নিজামর্সদের বিরুদ্ধে প্র‍্যাকট্রিসের বেশ অনেকটা সময় পেয়েছে টিম ইস্টবেঙ্গল। উন্নতির জায়গাতে বেশি করে ঘাম ঝড়ানো প্রসঙ্গে স্টিফেন কনস্টাটাইনের বক্তব্য,’ আমরা খেলার জন্য মুখিয়ে। আমরা প্রস্তুত।আশা করি, আমরা একটি ইতিবাচক ফলাফল পেতে পারি’।

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ‘মেন অফ স্টিল’দের বিরুদ্ধে বাউন্সব্যাক করা টিম ইস্টবেঙ্গল চাইছে চলতি টুর্নামেন্টে যতটা পারা যায় লিগের টেবলে উন্নতি করা।এই লক্ষ্যে পৌছতে গেলে কনস্টাটাইনের ছেলেদের ম্যাচে মনসংযোগ ধরে রেখে পুরো ৯০ মিনিট পারফর্ম করতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে। রেফারির শেষ বাশি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল হলুদ ফুটবলারদের।ওডিশা ম্যাচে প্রথমার্ধে দুগোলের লিড নেওয়ার পর যেভাবে রিল্যাক্স মুডে চলে গিয়েছিল টিম ইস্টবেঙ্গল, ওই ভুলের রিপিট টেলিকাস্ট করা যাবে না।