Durand Cup: কোন চ্যানেলে কীভাবে দেখবেন ডুরান্ড কাপ ?

আগামী ১৬ আগস্ট বহু প্রতীক্ষিত বাঙালি ডার্বি দিয়ে শুরু হতে চলেছে ১৩১ তম ডুরান্ড কাপ (Durand Cup।) ইস্টবেঙ্গলের বনাম মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে প্রায় দু বছর…

Durand Cup

আগামী ১৬ আগস্ট বহু প্রতীক্ষিত বাঙালি ডার্বি দিয়ে শুরু হতে চলেছে ১৩১ তম ডুরান্ড কাপ (Durand Cup।) ইস্টবেঙ্গলের বনাম মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে প্রায় দু বছর পর মুখোমুখি আসতে চলেছে । এবারের ডুরান্ড কাপের শুরু কলকাতা থেকে ডার্বি দিয়ে ।

এইবারের ডুরান্ড কাপ চারটি গ্রুপে কুড়িটি দলকে বিন্নস্ত করে শুরু হতে চলেছে । কুড়িটি দলের মধ্যে ১১ টি আই এস এল এর , পাঁচটি আই লিগের এবং চারটি আর্মির দল । এই বছরের ডুরান্ড কাপটি পাঁচটি ভেন্যু এবং তিনটি ভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হবে, যথা, সল্টলেক স্টেডিয়াম, নৈহাটি স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়াম (পশ্চিমবঙ্গ), খুমান লম্পাক স্টেডিয়াম (ইম্ফল, মণিপুর) এবং ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম (গুয়াহাটি, আসাম)। গত বছর এই কাপ জিতেছিল এফসি গোয়া কলকাতার আরেক প্রধান মোহামেডানকে হারিয়ে। এই ডুরান্ড কাপ সব থেকে বেশি বার জিতেছে কলকাতার দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ১৬ বার জিতেছে এই টুর্নামেন্ট তারা।

   

কিন্তু সবার মনে একটাই প্রশ্ন এই ডুরান্ড কাপের সব ম্যাচ কোথায় কিভাবে দেখতে পাবেন । এই প্রশ্নের উত্তর ডুরান্ড কাপ অফিসিয়াল-এর তরফ থেকে জানতে পারা গেছে । এইবারে প্রথমবার এত বড় করে ডুরান্ড কাপ আয়োজিত হচ্ছে । তাই এইবারের টেলিকাস্টের দায়িত্ব স্পোর্টস ১৮কে ( Sports 18 ) এবং আড্ডা টাইমস অ্যাপকে (addatimes app ) দেওয়া হয়েছে । খবর সূত্রে টিভিতে এবং অনলাইনে এই বছরের ডুরান কাপ স্পোর্টস ১৮ ( Sports 18 ) দেখা যাবে । ডু রান্ড কাপের শেষ ম্যাচ সেপ্টেম্বরের ১৮ তে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল অনুষ্ঠিত হবে ।