লাল-হলুদ (East Bengal) ব্রিগেডের টুইট পোস্ট ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম। রবিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোল ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আই লিগ,দুই মরসুমের আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ-মেরুন।
তবে এই পরিসংখ্যানে মোটেও বিচলিত নয়, লাল হলুদ শিবির। আর তাই ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে টুইট পোস্ট ইমামি ইস্টবেঙ্গলের। ওই টুইট পোস্ট হল,”📸 from yesterday’s #KolkataDerby 🔴🟡
ফিরব আমরা রাজার মতো! ✊
#JoyEastBengal #EmamiEastBengal #DurandCup”
বস্তুত,সমর্থকদের আশ্বস্ত করতেই এই পোস্ট ইস্টবেঙ্গল শিবির থেকে। তবে এই টুইট পোস্ট ভাইরাল হতেই তির্যক মন্তব্য রিটুইট করে দলের পারফরর্মেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতেছে লাল হলুদ সমর্থককূল।পার্থ সারথি নন্দীর রিটুইট পোস্ট,”ফেরার জন্য রাজার হাতে মশলা থাকতে হবে..বেছে বেছে Eliandro,Pasi, Lima র মতোন মাল নিয়ে এসেছেন ফেরার ইচ্ছে থাকলেও ফেরা যাবে কি…”আবার শুভজিৎ রায়ের রিটুইট,”Lord Passi যতদিন First 11 এ থাকবে রাজা কেন প্রজার মতোও ফিরতে পারব না”।
📸 from yesterday’s #KolkataDerby 🔴🟡
ফিরব আমরা রাজার মতো! ✊#JoyEastBengal #EmamiEastBengal #DurandCup pic.twitter.com/B1URTJNqHM
— East Bengal FC (@eastbengal_fc) August 29, 2022
অমিত সরকার ডার্বি ম্যাচে সুমিত পাসির পারফরর্মেন্সকে তুলোধোনা করে রিটুইট,”এমনকি আই লিগের দলগুলোও সুমিত পাসিকে স্ট্রাইকার হিসেবে বিবেচনা করে না…তারা তাকে আরবি হিসেবে খেলেছে….আমাদের কোচ তাকে এই দলে প্রধান স্ট্রাইকারের দায়িত্ব দেন….দুঃখজনক 😤”রাকেশ দাসের রিটুইট পোস্টে উল্লেখ করা হয়েছে,”আমাদের তিন বিদেশী ভালো,,,ইভান,চারালম্বস এবং ক্লিটন,,,
এলিয়ান্দ্রোকে পরিবর্তন করতে হবে (উজ্জ্বলতা ফিরিয়ে আনুন) এবং (কাউকোর মতো অ্যাটাকিং মিডফিল্ডার কাম প্লেমেকার) দয়া করে নিয়ে আসুন,,,,,পরিবর্তনের জন্য এখনও কিছু সময় আছে”
মোটের ওপর চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন শিবিরের কাছে সুমিত পাসির আত্মঘাতী গোলে লাল হলুদ সমর্থকদের মধ্যে একরাশ হতাশা এবং দল গঠন নিয়েও অসন্তোষ প্রকাশ হচ্ছে সামাজিক মাধ্যমে।