নিজেদের প্রমাণ করতে হবে, চ্যালেঞ্জ হুগোর

ATK_MB_hugo

গত রবিবার এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর পাঁচ দিনের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) সেরা দল হায়দরাবাদ এফসি দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো মোটেই সোজা কাজ নয়।তাই শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস মিটে এসে গোটা ATKমোহনবাগান শিবির ঘুরে দাঁড়াতে মরিয়া তা স্বীকার করে নিলেন টিমের খেলোয়াড় হুগো বাউমাস (Hugo Baumas)।

নিজামর্সদের বিরুদ্ধে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে সবুজ মেরুন বিগ্রেড। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগো বলেন,”আমাদের সেরাটা দিতে হবে।ওরা খুবই ভাল দল। গত বছরটা ওদের খুব ভাল কেটেছে। গত দু’বছর ধরেই ওরা উন্নতি করছে। ওদের গত বছরের দলটাই প্রায় রয়েছে এ বারও। যথেষ্ট অভিজ্ঞ ওরা। লিগের সবচেয়ে ব্যালান্সড দল এবং এ বারের ফেভারিটও। কিন্তু গত ম্যাচে ওরা কেরালার কাছে হেরে গিয়েছে। এর ফলে ওদের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি হতে পারে। “

   

অ্যাটাকিং মিডফিল্ডার হুগো আরও বলেন,”কাগজে কলমে আমরা ওদের চেয়ে ভাল দল ঠিকই। কিন্তু সেটা মাঠে প্রমাণ করতে হবে। সবাই মিলে সর্বশক্তি দিয়ে খেলতে হবে, যাতে গোল না খাই এবং জিততে পারি।” অতীতের থেকে শিক্ষা নিয়ে শুধুই সামনে তাকাতে চাইছে মেরিনার্সরা তিন পয়েন্টের লক্ষ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন