বিরাট ব্যাট করার সময় বিচলিত হয়ে পড়েছিলেন রোহিত, ভিডিও ভাইরাল

ViratKohli

চলতি বিশ্বকাপে (World Cup 2023) টিম ইন্ডিয়ার বিজয় রথ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ব্যাটিং হোক বা বোলিং, টানা ৭ ম্যাচ জেতার পর সব দিক থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে থাকা দল। কোটি কোটি ভক্ত বিরাট কোহলির জন্মদিনে তার কাছ থেকে সেঞ্চুরি আশা করছিলেন। রবিবার ইডেন উদ্যানে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন রান মেশিন বিরাট। কিন্তু ম্যাচের সময় সাময়িক বিচলিত হয়ে পড়েন রোহিত শর্মা। যার ভিডিও প্রকাশ্যে এসেছে।

Advertisements

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এরপর হিটম্যান নিজের স্টাইলে ব্যাট করে মাত্র ২৪ বলে ৪০ রান করেন। যার সুবাদে ভারত ১০ ওভারে ৯১ রান পূর্ণ করে। দুই ওপেনারের উইকেটের পর ব্যাট করতে নেমে দলের রান এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ওপেনারদের উইকেট হারানোর পর কমে গিয়েছিল ভারতের রানের গতি। ১৫ ওভারে মাত্র ৫২ রান তোলে টিম ইন্ডিয়া। এরপরই মাঠে ইশান কিষাণের আমধ্যমে কিছু মেসেজ পাঠান রোহিত শর্মা। ভিডিও টি দেখে অনুমান করা যায় যে রোহিত শর্মা রানের গতি বাড়াতে বলছেন।

   

https://twitter.com/AbGaurSeSuno/status/1721108652164292740

Advertisements

ভারতের হয়ে বিরাট কোহলি সেঞ্চুরি করেন এবং শ্রেয়াস আইয়ার ৭৭ রান করেন। শেষ দিকে রবীন্দ্র জাদেজাও মারকাটারি ইনিংস খেলে করেন ১৫ বলে ২৯ রান। এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের বিশাল লক্ষ্য রেখেছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৮৩ রানে। রবীন্দ্র জাদেজা নেন ৫ উইকেট। বিরাট এদিন পূর্ণ করেছেন তার ওডিআই কেরিয়ারের ৪৯ তম শতরান।