Watch Video: সবুজ মেরুন ফুটবলারের ভিডিও পোস্ট, এক সঙ্গে দুই তারকা

Brendan Hamill,

Watch Amazing Video: এশিয়ান টুর্নামেন্টে খেলতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে বাগান টিম ম্যানেজমেন্ট। একাধিক তারকা ভারতীয় ফুটবলার এবং একাধিক বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে দল। নতুন মরসুম শুরু হওয়ার আগে ফুটছে মোহন বাগান সমর্থকরা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় হল একটি ভিডিও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ব্র্যান্ডন হামিল। ব্র্যান্ডন গত মরসুমে খেলেছিলেন এটিকে মোহন বাগানের হয়ে। বাগানের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। ফরাসি তারকা ফ্লোরেন্টিন পোগবা মরসুমের মাঝপথে বিদায় নিলেও তার অভাব টের পেতে দেননি তিনি। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর বাগান ছেড়েছেন দলের অপর ডিফেন্ডার স্লাভকো দামজনোভিক। মনে করা হচ্ছে নতুন মরসুমে সবুজ মেরুন জার্সি পরেই মাঠে নামবেন ব্র্যান্ডন হামিল।

   

https://youtube.com/shorts/XGgZmebr62E

ব্র্যান্ডন হামিলের পোস্ট করা স্টোরি মোহন বাগান সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু কেন? উক্ত স্টোরিতে দেখা গিয়েছে মোহন বাগানের দুই তারকা ফুটবলারকে। একজন হামিল নিজে, অন্যজন ডিমি পেট্রাতস। দুজনেই অস্ট্রেলিয়ার ফুটবলার। দলের অনুশীলনের মাঝে প্রায়শই এক সঙ্গে দেখা যায় দুজনকে। মরসুম শুরু হওয়ার আগেও এক সঙ্গে অনুশীলন করছেন দুই ফুটবলার। অনুশীলনের একটি অংশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন হামিল।

<

p style=”text-align: justify;”>ইতিমধ্যে আক্রমণ ভাগের দুই তারকা বিদেশীকে দলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। তবুও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব থাকবে হামিল এবং পেট্রাতসের কাঁধে। একজন সামলাবেন রক্ষণ, অন্যজন আক্রমণ। গত মরসুমে এটিকে মোহন বাগানের গোলমেশিন হয়ে উঠেছিলেন পেট্রাতস। এবার আপ ফ্রন্টে তার সঙ্গে জুটি বাঁধবেন অস্ট্রেলিয়ারই ফুটবলার কমিংস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন