King’s Cup 2023: কোথায় দেখা যাবে কিংস কাপের ম্যাচ? জানুন

King’s Cup 2023: চলতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ফুটবল দলের ঝুলিতে।

King's Cup

short-samachar

King’s Cup 2023: চলতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ফুটবল দলের ঝুলিতে। প্রথমে ত্রিদেশীয় কাপ টুর্নামেন্ট থেকে শুরু করে পরবর্তী কুয়েত ও লেবাননের মতো শক্তিশালী প্রতিপক্ষ দলকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য এসেছে ভারতীয় দলের। যা দেখে খুশি দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ।

   

তবে সেখানেই শেষ নয়। চলতি মাসেই এবার শুরু হতে চলেছে অন্যতম আন্তর্জাতিক কাপ টুর্নামেন্ট তথা কিংস কাপ। যা নিয়ে বিগত কয়েকমাস ধরেই চরম ব্যস্ততা দেখা গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে। তবে পূর্ব ঘোষণা মতো এবারের এই আন্তর্জাতিক কাপ টুর্নামেন্টে খেলবেন না ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। সেজন্য এবার তাকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু কারা সুযোগ পাবেন এবার? সেই নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। অবশেষে গত কয়েকদিন আগে কিংস কাপের জন্য মোট ২৩ জনের নাম ঘোষণা করেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। যেখানে এবার দেখা গিয়েছে একাধিক নতুন নাম।

সূচি অনুযায়ী আগামী ৭ই সেপ্টেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে। সেই ম্যাচ জয় পেলে আগামী ১০ ই সেপ্টেম্বর লেবানন ও থাইল্যান্ডের মধ্যে জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে ব্লু টাইগার্স। সেইমতো স্কোয়াড সাজিয়েছেন স্টিমাচ। যেখানে দুই প্রধান থেকে ও রয়েছেন একাধিক ফুটবলার।

গতকাল অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে আশিষ রাই সহ মোট ছয়জন খেলোয়াড় যোগ দিয়েছেন মোহনবাগান থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্ত হবেন শুভাশিস বোস। অন্যদিকে লাল-হলুদ শিবির থেকে দলে যোগ দিয়েছেন নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা। কিন্তু প্রশ্ন ছিল কোথায় দেখা যাবে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ?

সেই নিয়ে এবার উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে, আসন্ন কিংস কাপ টুর্নামেন্টের সমস্ত খেলার সরাসরি সম্প্রচার করা হবে ইউরো স্পোর্টস চ্যানেলে। পাশাপাশি ফিফা মিডিয়া প্লাসে ও সম্প্রচারিত হবে উক্ত টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ।