হাতে আর কিছুটা সময় তারপরেই মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। ম্যাচের লাইভ আপডেট পেতে এবার নজরে রাখুন Kolkata24×7 ওয়েবসাইটে
আরও পড়ুন: Mohun Bagan: সাদিকু রেখেই প্রথম একাদশ বাগানের, কাদের রাখলেন ফেরেন্দো?
Advertisements
- ফলাফল ইস্টবেঙ্গল -১ মোহনবাগান-০
- রেফারি লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ।
- মোহনবাগানের কর্নার। কিন্তু সুযোগ হাতছাড়া ফুটবলারদের।
- সিভেরিওর বদলে মাঠে এসেছিলেন সুহের
- অতিরিক্ত সময় ৬ মিনিট দিলেন ম্যাচ রেফারি।
- ফাউল। খাবরাকে ফাউল করলেন সামাদ।
- ফের খেলোয়াড় বদল।
নন্দকুমার শেখরের বদলে আসলেন মোবাশির। - মাঠের বাইরে যাচ্ছেন থাপা।
আসছেন আশিক কুরুনিয়ান। - গোলের সুযোগ কিন্তু হাতছাড়া করলেন কামিন্স।
- গোলের সুযোগ কিন্তু না। সুযোগ হাতছাড়া কামিন্সের।
- বাইরে যাচ্ছেন মোহনবাগানের মনবীর।
- মাঠে আসছেন সাহাল আবদুল সামাদ।
- মাঠে আসছেন এডুইন ভান্সপল। বাইরে যাচ্ছেন লাল-হলুদের সৌভিক চক্রবর্তী।
- লাল-হলুদের আবার আক্রমণ কিন্তু শেষ রক্ষা হল না।
- ইস্টবেঙ্গল -১ মোহনবাগান-০
- গোলললললল। গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন নন্দকুমার।
- আর্মান্দো ও বুমোসের বদলে।
- দিমিত্রি- কামিন্স আসছেন মাঠে।
- কর্নার মোহনবাগানের। শুভাশিসের থ্রো। বলটিকে বিপদ মুক্ত করলেন লাল-হলুদ খেলোয়াড়রা।
- মনবীরকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী।
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু
- প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল গোলশূন্য। (০-০)
- হলুদ কার্ড হরমনজোত সিং খাবরার। সেটপিস মোহনবাগানের। আক্রমণণণ। বলটি তালু বন্দি করলেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখান গিল।
- খাবরার থ্রো। লাল-হলুদের আক্রমণ কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না ফুটবলাররা।
অতিরিক্ত সময় ৪ মিনিট ঘোষণা রেফারির। - ফাউল। লাল-হলুদের ফুটবলারকে ফাউল করলেন আশিষ রাই। লাল-হলুদের অনুকূলে ফ্রিকিক। কিন্তু কাজে আসল না শট।
- মোহনবাগানের জোড়াল আক্রমণ, কিন্তু সুযোগ নষ্ট করলেন মনবীর সিং।
- ফাউল। সিভেরিওকে ফাউল করলেন গ্লেইন মার্টিনস। ফ্রিকিক ইস্টবেঙ্গলের অনুকূলে।
- নন্দকুমারের আক্রমণ, কিন্তু না। বল আঁটকে দিলেন বিশাল কাইথ।
- হুগো বুমোস শটটট, কিন্তু হল না। বল চলে গেল মাঠের বাইরে।
- অফসাইডের ফাঁদে বাগানের হুগো বুমোস।
- গোল করারররর সুযোগ গগগ
কিন্তু হলনা। অল্পের জন্য রক্ষা পেল মোহনবাগান। কর্নার, লাল-হলুদের অনুকূলে - সাদিকুর আক্রমণ, কিন্তু না। অফসাইডের ফাদে পড়লেন সাদিকু।
- ফ্রিকিক থেকে গোল করার প্রয়াস, কিন্তু পরিস্থিতি সামাল দিলেন বিশাল।
- ফাউল, এবার সিভেরিওকে ফাউল করলেন অনিরুদ্ধ থাপা। ফ্রিকিক লাল-হলুদের অনুকূলে।
- ফ্রিকিক থেকে গোল করার চেষ্টা, তবে বলটিকে বিপদ মুক্ত করলেন বাগানের গোলরক্ষক বিশাল কাইথ।
- ফাউল, বোরহা ফাউল বাগানের অনিরুদ্ধ থাপার। কার্ডের আবেদন আসলেও এগিড়ে গেলেন রেফারি।
- লাল-হলুদের আক্রমন কিন্তু বাগান ডিফেন্ডারদের ভিরে আটকে গেল বল
- সাদিকুর শট, অল্পের জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল
- শুরু হয়ে গেল খেলা