IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদের গলার কাঁটা এক বিদেশি ক্রিকেটার!

নতুন অধিনায়ক ও নতুন কম্বিনেশন নিয়ে চলতি মরসুমে ভালো কিছু করে দেখাতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। এরই মধ্যে…

Wanindu Hasaranga yet not available for IPL 2024 Sunrisers Hyderabad

নতুন অধিনায়ক ও নতুন কম্বিনেশন নিয়ে চলতি মরসুমে ভালো কিছু করে দেখাতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। এরই মধ্যে শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের সঙ্গে এখনও যুক্ত হননি এক বিদেশি ক্রিকেটার। চোট সমস্যা রয়েছে বলে আশঙ্কা। ফলত কবে তিনি আইপিএল (IPL 2024) খেলতে আসবেন সে ব্যাপারে নেই সদুত্তর। অনিশ্চিত ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)।

সম্প্রতি হঠাৎ করেই অবসর থেকে তাঁকে ফিরিয়ে টেস্ট দলে নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট। এরপর তাঁর গোড়ালিতে চোটের খবর উঠে আসে। এদিকে ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় হাসারাঙ্গার ম্যানেজারের বক্তব্যও সাসপেন্স বাড়িয়েছে। ম্যানেজার বলেছেন, ‘আজ হোক বা কাল, সে যোগ দেবেই।’ অর্থাৎ, কতদিনে তিনি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেবেন সেটা স্পষ্ট নয়।

 

হাসারাঙ্গাকে দেড় কোটি বেস প্রাইসে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২২ ও ২০২৩ মরসুমে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। হাসারাঙ্গার ম্যানেজার অবশ্য একটা জিনিস স্পষ্ট করার চেষ্টা করেছেন, ‘টাকার জন্য নয়। টাকা যদি গুরুত্বপূর্ণ হত, তাহলে আমরা ২ কোটি টাকার ভিত্তিমূল্য রাখতাম। হাসারাঙ্গার গোড়ালিতে চোট রয়েছে, সুস্থ হতে সময় লাগছে। জাতীয় দলের অধিনায়কও তিনি।’

ক্রিকেটার এখনও না আসার কারণ যাইহোক না কেন এর ফল ভোগ করছে সানরাইজার্স হায়দরাবাদ। হাসারাঙ্গার ফেরার নির্ধারিত সময় না থাকায় বিকল্পও বেছে নিতে পারছেন না দল। ফ্র্যাঞ্চাইজি কর্তারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে, ৩১ মার্চ দুবাই গিয়ে চেকআপ করাবেন হাসারাঙ্গা।