Jamshedpur FC: মশালবাহিনী ছেড়ে জামশেদপুরের পথে ভিপি সুহের

ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করার আগে নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে চাইছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে দলের একাধিক ফুটবলারদের বদল ঘটাচ্ছে প্রত্যেকে। এবার…

VP Suhair

ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করার আগে নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে চাইছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে দলের একাধিক ফুটবলারদের বদল ঘটাচ্ছে প্রত্যেকে। এবার সেক্ষেত্রে সক্রিয়তা দেখাল স্কট কুপারের জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এক্ষেত্রে তারা এবার লোনের মাধ্যমে দলে আনলো ইমামি ইস্টবেঙ্গল দলের ফুটবলার ভিপি সুহেরকে।

গত সিজনের হতশ্রী পারফরম্যান্সের পর এবারের এই ফুটবল মরশুমে ও খুব একটা ছন্দে নেই জামশেদপুর। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল দল। তাই সবদিক মাথায় রেখেই নিজেদের আক্রমনভাগকে আরও শক্তিশালী করে তুলতে এই দাপুটে ফুটবলারকে চূড়ান্ত করেছে ক্লাব।

   

একটা সময় কলকাতা ময়দান থেকেই নিজেকে তুলে ধরেছিলেন ভিপি সুহের। অন্যতম শক্তিশালী ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে খেলেন প্রথমদিকে। তারপর চলে আসেন নিজের রাজ্যের ক্লাব গোকুলাম কেরালায়। সেখানে কিছুটা সময় কাটিয়ে ফের কলকাতা। এবার যোগদান করেন ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু পরের মরশুমে তিনি চলে যান পড়শী ক্লাব মোহনবাগানে। সেখানে দাপিয়ে খেলেন বেশ কিছুদিন। তারপর আইএসএল। এবার সই করলেন নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবে। তারপর ফের প্রত্যাবর্তন ইস্টবেঙ্গল ক্লাবে। থেকে গিয়েছেন প্রায় তিনটে মরশুম। কিন্তু খুব একটা নজর কাড়তে পারলেননা এই তারকা। আসলে চলতি মরশুমে লাল হলুদ জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুইটি ম্যাচ।

সেই সাথে গোলের সুযোগ আসেনি তার কাছে। সেজন্য সবদিক বিচার বিবেচনা করেই এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তিনি পা বাড়ালেন জামশেদপুরের দিকে। বলতে গেলে এবারেরই বাকি সিজনটা পুরোটাই খেলবেন তিনি জামশেদপুরের জার্সিতে। নতুন ক্লাবে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।