Monday, December 8, 2025
HomeSports NewsVP suhair : ইস্টবেঙ্গলে যোগ দিয়েই মন্তব্য করলেন তারকা স্ট্রাইকার

VP suhair : ইস্টবেঙ্গলে যোগ দিয়েই মন্তব্য করলেন তারকা স্ট্রাইকার

- Advertisement -

কার্যত দড়ি টানাটানি খেলা চলেছিল তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন ভিপি সুহের (VP suhair)। পুরনো ক্লাবে ফিরে এসে উচ্ছ্বসিত ভিপি।

লাল হলুদ জার্সি পরার জন্য সুহের মুখিয়ে রয়েছেন । তিনি বলেছেন, ” মরসুম হওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। খুব উৎসাহী। লাল হলুদ সমর্থকদের মুখে চওড়া হাসি ফোটাতে চাই। সেই সঙ্গে কলকাতার মানুষদের মুখেও। জয় ইস্টবেঙ্গল।”

   

“আমি এটুকু বলতে পারি যে নিজের সেরাটা দেবো। কথা দিচ্ছি। ক্লাব আমার প্রতি যে ভরসা দেখিয়েছে সেটা পূরণ করার জন্য সবরকম চেষ্টা করবো।”
সূহের কলকাতায় আগে খেলেছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কলকাতা ফুটবলের আমেজ, বড় দলের জার্সি পরে খেলার চাপ, সমর্থকদের আবেগের সঙ্গে তিনি পরিচিত। ফরোয়ার্ডের পাশাপাশি উইঙ্গার হিসেবেও তিনি খেলতে পারেন। সবথেকে বড় কথা তাঁর দৌড়। খেটে খেলতে পারেন ভিপি সুহের।

ভিপি সুহেরকে দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার্স। কেরালার ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সহজে দলকে ছাড়তে নারাজ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। বেশ কিছু শর্ত রাখা হয়েছিল তাঁর দল বদলের ক্ষেত্রে। তাই কেরালা চেষ্টা করেও পিছিয়ে গিয়েছিল। নাছোড়বান্দা ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ভারতের এই ফুটবলার লাল হলুদ শিবিরেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular