HomeSports NewsATK Mohun Bagan : সবুজ-মেরুন জার্সি পরে কোটি কোটি কামাবেন এই ফুটবলার!

ATK Mohun Bagan : সবুজ-মেরুন জার্সি পরে কোটি কোটি কামাবেন এই ফুটবলার!

- Advertisement -

মোটা অংকের বেতনের বিনিময়ে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) এসেছেন বিশাল কাইথ। আগামী মরসুমে বাগানের তিন কাঠির তলায় দেখা যাবে তাঁকে। এখনও পর্যন্ত যা খবর, তাতে সমর্থকদের প্রত্যাশার থেকেও হয়তো অনেক বেশি টাকা আয় করতে চলেছেন তিনি।

কিছু দিন আগেই দু’বারের আইপিএল জয়ী চেন্নাইয়িন এফসি ছেড়েছিলেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। নতুন করে তাঁর সঙ্গে আর চুক্তি করেনি আইএসএলের এই ক্লাব। সূত্রের খবর অনুযায়ী আগেই জানা গিয়েছিল যে তাঁকে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। সব ঠিক থাকলে এই তিন বছরের সময়কালে বিপুল অর্থের মুখ দেখতে পারেন বিশাল।

   

২০১৯-২০ মরশুমে হায়দরাবাদ এফসি থেকে চেন্নাইয়িনে যোগদান করেছিলেন বিশাল। এর আগের তিন বছর এফসি পুনে সিটিতে ছিলেন তিনি। ২০১৭-১৮ মরশুমে দলের আইএসএলের সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।‌ সেবার ১৭ টা ম‍্যাচের মধ্যে সাতটা ম্যাচে ক্লিনশিট ছিল তাঁর।

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, প্রতি বছরে এক কোটিরও বেশি রোজগার করতে চলেছেন বিশাল কাইথ। মনে করা হচ্ছে, এটিকে মোহন বাগানের হয়ে খেলে বার্ষিক ১.৪ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে তাঁর। আগামী মরসুমে তার বেশি যে হবে না তা কে বলতে পারবেন। অবশ্য সবটাই নির্ভর করবে পারফরম্যান্সের ওপর। মাঠে খেলতে না পারলে ছবিটা অন্যরকম হতেই পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular