East Bengal : জামশেদপুরে খেলা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলের (East Bengal) দল ক্রমে ভারী হচ্ছে। শোনা যাচ্ছে আরও এক প্রতিভাবান ফুটবলার যোগ দিচ্ছে লাল হলুদ শিবিরে। ২৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে কলকাতা…

East Bengal : জামশেদপুরে খেলা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

ইস্টবেঙ্গলের (East Bengal) দল ক্রমে ভারী হচ্ছে। শোনা যাচ্ছে আরও এক প্রতিভাবান ফুটবলার যোগ দিচ্ছে লাল হলুদ শিবিরে। ২৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে কলকাতা ময়দানের পরিচিতি রয়েছে।

আরও পড়ুন: নিখরচায় ফাইনাল ম্যাচ দেখার সুযোগ, বিনামূল্যে ৩৭ হাজার টিকিট

শোনা যাচ্ছে, তরুণ বিশাল দাস লাল হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন। পরিসংখ্যান অনুযায়ী বিশাল দাস তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ২৫ টি ম্যাচ খেলেছেন। মাঝমাঠের এই ফুটবলার আগে খেলেছেন সার্দান সমিতিতে।

উদীয়মান ফুটবলার হলেও নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি বিশাল। ইনিও এক বঙ্গ তনয়। আগামী মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডে দেখা যেতে পারে বহু বঙ্গ সন্তানকে।

Advertisements

আরও পড়ুন: East Bengal : ‘আমরা আর্সেনালের সঙ্গেও কথা বলছি’, জল্পনার জবাবে বলেছেন দেবব্রত

সার্দান অ্যাভেনিউ ছাড়াও জামশেদপুর ফুটবল ক্লাবেও খেলছেন তিনি। এছাড়া টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে তাঁর হাতেখড়ি।