SAFF Championship: ভিসা সমস্যার সমাধান, এবার বেঙ্গালুরুর পথে পাকিস্তান

Pakistan Football Team

বিগত কয়েকদিন ধরেই ভিসা জনিত সমস্যায় জড়িয়ে একেবারে দিশেহারা পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের। যারফলে, ভারতের মাটিতে এসে সাফ চ্যাম্পিয়নশিপ ( SAFF Championship) খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের। অবশেষে বেড়িয়ে আসল সমাধান সূত্র। যারফলে, সকল অনিশ্চয়তা কে দূরে রেখে ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলতে আসছে পাকিস্তান। আগামীকাল বেঙ্গালুরু এফসির হোমগ্রাউন্ড কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাক ফুটবল দল। সেজন্য আজ বেঙ্গালুরু হতে চলেছে তাদের ডেস্টিনেশন।

বিশেষ সূত্র মারফত খবর, একটা সময় এই সাফ চ্যাম্পিয়নশিপে আসা কার্যত অসম্ভব হয়েছিল। তবে সেখানকার ফুটবল ফেডারেশনের ব্যাপক চেষ্টার পর ভারতে আসার ছাড়পত্র পায় পাকিস্তান দল। তাদের ভিসা সমস্যা মিটতেই তড়িঘড়ি করে ভারতে আসার পরিকল্পনা নেওয়া হয় তাদের ফুটবল সংস্থার তরফে। এই মুহূর্তে তারা মরিশাসে থাকলেও আগামীকাল ম্যাচ থাকার ফলে আজ মুম্বাই হয়ে রাতের মধ্যে বেঙ্গালুরু উড়ে যাবে গোটা দল।

   

এবারের এই সাফ চ্যাম্পিয়নশিপের সমস্ত খেলা বেঙ্গালুরুতে আয়োজিত হওয়ার সকলকেই খেলতে হবে কান্তিরাভা স্টেডিয়ামে। এবারের গ্ৰপ পর্যায়ে যথেষ্ট উত্তেজনা সম্পন্ন ম্যাচ হতে চলেছে প্রত্যেকটি। যেখানে শুরুতেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। তারপর নেপাল ও শক্তিশালী কুয়েত। আগামী ৪ঠা জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর আদৌ কতটা সাফল্য পায় ভারতীয় দল এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন