নয়াদিল্লি: শিরোনামে সেহওয়াগ! না, বিধ্বংসী ব্যাটিং বা ক্রিকেট সংক্রান্ত বিষয়ে নয়৷ এবার লাইমলাইটে তাঁর বিচ্ছেদের গুঞ্জন৷ শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নাকি আলাদা থাকছেন সেহওয়াগ ও তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত৷ ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করে দিয়েছেন তাঁরা৷ দাম্পত্যে নাকি চিড় ধরেছে৷ ভাঙতে চলেছে ২০ বছরের সম্পর্ক৷ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিবাহবিচ্ছেদের পথে বীরেন্দ্র-আরতি৷ (virender sehwag divorce rumors)
২০ বছরের দাম্পত্য virender sehwag divorce rumors
২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার৷ তবে সম্পর্কটা ছিল বহুদিনের৷ মাত্র ৭ বছর বয়সে প্রথম দেখা তাঁদের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। অনেক কষ্টে পরিবারের সকলকে রাজী করিয়ে আরতিকে বিয়ে করেছিলেন সেহওয়াগ৷ কিন্তু সেই বিয়ে টিকিয়ে রাখতে পারলেন না৷ খুব শীঘ্রই তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলে কানাঘুষো৷
দুই সন্তানের বাবা সেহওয়াগ
ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ভারতের হয়ে টেস্ট ম্যাচ হোক বা এক দিবসীয় ক্রিকেট, তাঁর ব্যাটিং-এর দাপট প্রতিপক্ষের দিকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে৷ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে৷
জল্পনার শুরু দীপাবলি থেকে
তিন বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন সেহওয়াগ৷ ২০০৭ সালে বীরু ও আরতির জীবনে আসে প্রথম সন্তান আর্যবীর৷ সেও ক্রিকেট খেলে। ঘরোয়া ক্রিকেটে বেশ নজরও কাড়ছে৷ ২০১০ সালে দ্বিতীয় সন্তান বেদান্তের বাবা হন সেহওয়াগ। দীপাবলীর সময় মা ও সন্তানদের নিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রাক্তন ক্রিকেটার৷ তবে সেই ছবিতে আরতিতে দেখা যায়নি৷ তখন থেকেই জল্পনার সূত্রপাত৷ দীর্ঘ ২০ বছর সংসাদ করার পর এবার তাতে ইতি টানতে চলেছেন বীরেন্দ্র সেহওয়াগ৷
Sports News: Rumors of Virender Sehwag and Aarti Ahlawat’s separation surface. The couple, reportedly living apart for some time, have unfollowed each other on Instagram. Sources suggest a possible divorce after 20 years of marriage.