টেস্ট কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচে তিনি সেঞ্চুরি করুন, এমনটাই চেয়েছিলে বিরাট অনুগামীরা। হয়তো তিনি নিজেও এমনটাই চেয়েছিলেন।
তবে এদিনের ম্যাচে বাঁ হাতি স্পিনার এমবুলদেনিয়ার বলে প্রথম ইনিংসে ৪৫ করেই আউট হয়ে যান কোহলি। তবে এতে কোনো আক্ষেপ নেই বিরাটের। বরং নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তিনি।
বিরাটের কথায়, “আমাদের একটাই সমস্যা, ব্যক্তিগত প্রাপ্তি বা মাইলস্টোনগুলো নিয়ে আমরা খুব বেশি পাগলামি করি, মেতে থাকি। আর পাঁচটা ম্যাচের জন্য আমি যে ভাবে তৈরি নিজেকে, এই ম্যাচের জন্যও ঠিক সে ভাবেই তৈরি হয়েছি। যতক্ষণ আমি ভালো ব্যাটিং করছি, ততক্ষণ স্কোর নিয়ে মাথা ঘামাই না।” কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার সময় কী অনুভূতি হয়েছিল তা জানাতে হয়ে বিরাট বলেন, “মনে হয়েছিল, আমি অভিষেক ম্যাচ খেলতে নামছি। পেটের কাছটা গুরগুর করছিল। একই সঙ্গে খুব নার্ভাস লাগছিল।” ভালো শুরু করেও শেষ পর্যন্ত ৪৫ করেই আউট হয়ে যান বিরাট। তাঁর কথায়, “দারুণ একটা শুরু করার পরও এ ভাবে আউট হওয়াটা সব সময় হতাশাজনক। চমৎকার ব্যাটিং করছিলাম। এই রকম হলে যে কোনও ব্যাটারই হতাশ হবে। আমার সব সময় লক্ষ্য থাকে, টিমের জন্য সেরাটা দেব।”