জল্পনায় সিলমোহর! আমেরিকায় দুটি ম্যাচ খেলবেন রোহিতরা, দেখুন পূর্ণাঙ্গ সূচি

  Advertisements উদ্দেশ্য একটাই, আমেরিকায় ক্রিকেটের প্রচার। আর ভারতকে ছাড়া যে সেটি বেজায় কঠিন, তা ভালোই বোঝে মার্কিন মুলুক। সেই জন্যই দীর্ঘ ছয় বছর পর…

 

Advertisements

উদ্দেশ্য একটাই, আমেরিকায় ক্রিকেটের প্রচার। আর ভারতকে ছাড়া যে সেটি বেজায় কঠিন, তা ভালোই বোঝে মার্কিন মুলুক। সেই জন্যই দীর্ঘ ছয় বছর পর ফের ফ্লোরিডায় ম্যাচ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। বিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজই।

   

বহুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে তাতে সিলমোহর পড়ল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

আগামী ২২ জুলাই প্রথম ওডিআই দিয়ে ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর ২৪ এবং ২৭ জুলাই বাকি দুটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যে। ২৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি হবে পোর্ট অফ স্পেনে। ১ এবং ২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। এরপরই আমেরিকা উড়ে যাবে দুই দল। ফ্লোরিডার ব্রোওয়ার্ড ক্রিকেট গ্রাউন্ডে ৬ এবং ৭ আগস্ট সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দুটি আয়োজিত হবে।

২০২৪ সালে মার্কিন মুলুকেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই কথা মাথায় রেখেই সেখানে ক্রিকেটের জনপ্রিয়তাকে বাড়াতে বাড়তি উৎসাহ দেখিয়েছে আইসিসিও। এমনিতে সে দেশে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভুত থাকায় বিরাট-রোহিতদের চাক্ষুস করার সুযোগ চলে আসবে তাদের সামনে। এর আগে ২০১৬ সালে যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডায় ম্যাচ খেলেছিল ভারত, তখন টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রচুর সমর্থক। এবার সেই উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা আইসিসি ও বিসিসিআইয়ের।