Kohli-Rohit: গ্রিনিজ হেইনেসের রেকর্ড ভাঙার পথে কোহলি-রোহিত

জুটিতে ৫০০০ রান পুরণ করতে রোহিত- কোহলির বাকি আর মাত্র দুই রান। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ভারতের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক তথা রোহিত শর্মা…

Kohli-Rohit: গ্রিনিজ হেইনেসের রেকর্ড ভাঙার পথে কোহলি-রোহিত

জুটিতে ৫০০০ রান পুরণ করতে রোহিত- কোহলির বাকি আর মাত্র দুই রান। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ভারতের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক তথা রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই অবিশ্বাস্য ছন্দে রয়েছেন। প্রথম টেস্টে রোহিত এবং দ্বিতীয় টেস্টে কোহলি একটি করে সেঞ্চুরি করেছেন। এবার জুটিতে মিলে নতুন রেকর্ড করতে চলেছেন তাঁরা।

বর্তমানে, রোহিত এবং কোহলি ওয়ানডে ক্রিকেটে বোর্ডে ৪৯৯৮ রান করেছেন। চেন্নাইয়ের ম্যাচটিতে তাঁরা আরও দুটি রান যোগ করলে, ৫০ ওভারের ফরম্যাটের ইতিহাসে ৫০০০ রান করা দ্রুততম জুটি হয়ে একটি ‘বিশ্ব রেকর্ড’ তৈরি করবেন।

   

ভারতীয় জুটি একসাথে মোট ৮৫টি ইনিংস খেলেছে, ওডিআইতে এখন পর্যন্ত মোট ৪৯৯৮ রান, গড় ৬২.৪৭। একসাথে, তাঁরা মোট ১৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ-সেঞ্চুরি করেছেন।

ওয়ানডে ক্রিকেটে জুটি হিসেবে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডটি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইনেসের দখলে রয়েছে। ৯৭টি ইনিংস খেলে ৫০০০ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ওয়ানডেতে ৪০০০-এর বেশি রানের জুটির ক্ষেত্রে কোহলি-রোহিতই একমাত্র জুটি যার গড় ৬০-এর বেশি।

সামগ্রিক তালিকায় কোহলি-রোহিত ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা জুটির বিচারে অষ্টম স্থানে রয়েছেন। শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীর জুটি ৮২২৭ রান নিয়ে রয়েছেপ এই তালিকায় শীর্ষে।

Advertisements