HomeSports NewsVirat Kohli: গোটা সিরিজ থেকেই সরে দাঁড়ালেন বিরাট

Virat Kohli: গোটা সিরিজ থেকেই সরে দাঁড়ালেন বিরাট

- Advertisement -

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। একটি প্রতিবেদন অনুসারে, বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন যে তিনি সিরিজের বাকি তিনটি ম্যাচ থেকে বাইরে থাকবেন। খবর অনুযায়ী, শুক্রবার বিসিসিআইকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি। এদিন রাজকোট, রাঁচি ও ধর্মশালায় টেস্টের জন্য দল চূড়ান্ত করতে অনলাইন মিটিং করেন নির্বাচকরা।

এই টেস্ট সিরিজে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে ৫টি টেস্ট ম্যাচে। দুটো ম্যাচ খেলা হয়েছে। এই সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত কারণে দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। দুই টেস্ট ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিরাট কোহলির প্রত্যাবর্তনের জন্য। টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বিরাট কোহলি টিম ইন্ডিয়ায় ফিরবেন বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু এবার সিরিজের বাকি তিন ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি।

   

এই প্রথম ঘরোয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে যাবেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারও চোট পেয়েছেন। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। সিরিজে এখন পর্যন্ত ১-১ সমতায় রয়েছে। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে পরাজিত হওয়ার পর বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়েছিল ভারত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular