Virat Kohli: ভারতীয় ফুটবল অধিনায়ককে কী বলে বসলেন বিরাট?

Virat Kohli and Sunil Chhetri posing for a photo

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় ক্রীড়া মহলে অন্যতম দুই নক্ষত্র হলেন সুনীল ছেত্রী ও বিরাট কোহলি (Virat Kohli)। দুজনের খেলা বিষয় বা পদ্ধতি আলাদা হলেও একটি বিশেষ মিল রয়েছে। দুজনেই খেলেন একই শহরের হয়ে। একজন বেঙ্গালুরু এফসি অন্যজন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সেই সুবাদে মাঝে মধ্যেই বিরাটদের নেট প্রাকটিসে চলে আসেন ভারতীয় ফুটবল অধিনায়ক। দলের সঙ্গে আড্ডা ও খুনসুঁটির পাশাপাশি খেলাধুলা করতে ও দেখা যায় তাকে। এবার সেরকমই এক আড্ডায় সুনীল ছেত্রীকে বাচ্চা ছেলে বলে বসলেন বিরাট কোহলি। শুনতে অবাক লাগছে? তবে এটাই সত্যি।

গতকাল রাতে নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমনি একটি ভিডিও আপলোড করে জনপ্রিয় সংস্থা পুমা। উল্লেখ্য, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অফিসিয়াল কিট স্পনসর তারা। গতকাল তাদের এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল গেম রেকগনাইজেস গেম। আপলোড করা ভিডিওতে শুরু থেকেই দেখা যায়, চোখে কালো পট্টি বেঁধে দলের খেলোয়াড়দের চেনার চেষ্টা করছেন অধিনায়ক বিরাট কোহলি।

   

প্রথমেই দিনেশ কার্তিকের কাছে আসেন তিনি। আন্দাজে প্রথম দিকে মহম্মদ সিরাজ বললে ও পরবর্তীতে তাকে চিনে ফেলেন কোহলি। তারপর ফাফ ডুপ্লেসির কাছে আসেন তিনি। প্রথমে চিনতে না পারলে ও খেলোয়াড়ের ডান হাতের ঘড়ি ও ট্যাটু আন্দাজ করেই এই তারকা কে চিনে নেন বিরাট কোহলি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by PUMA India (@pumaindia)

তারপর একেবারে শেষে বল হাতে দাঁড়িয়ে ছিলেন বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী। তাকে চিনতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হয়ে পড়েন আরসিবি অধিনায়ক। তাকে ছুয়ে বাচ্চা ছেলে বলে সম্বোধন করেন তিনি। তারপর দু হাত স্পর্শ করে চুলে হাত দেন বিরাট। তারপর চোখের পট্টি সরিয়ে হাসিতে ফেটে পরেন দুই অধিনায়ক। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল নেট মাধ্যমে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন