‘জাতীয় সঙ্গীত বাজলেই…’, স্বাধীনতা দিবসে ‘জন-গণ-মন’ নিয়ে বড় মন্তব্য বিরাটের

গোটা দেশজুড়ে বৃহস্পতিবার (১৫ অগস্ট) স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এই বিশেষ দিনে কোথাও দেশের তেরঙা উত্তোলন করা হচ্ছে। কোথাও বা আবার বিভিন্ন দেশভক্তির গান…

Virat Kohli

গোটা দেশজুড়ে বৃহস্পতিবার (১৫ অগস্ট) স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এই বিশেষ দিনে কোথাও দেশের তেরঙা উত্তোলন করা হচ্ছে। কোথাও বা আবার বিভিন্ন দেশভক্তির গান তারস্বরে বাজানো হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভারতের জাতীয় সঙ্গীতের গুরুত্ব কিং কোহলির কাছে ঠিক কতখানি, সেটাই তিনি স্পষ্ট কথায় উল্লেখ করলেন। কী বললেন বিরাট, আসুন সেটাই জেনে নেওয়া যাক।

বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন না করলে… বিস্ফোরক মন্তব্য জয় শাহের!

   

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বললেন, ‘যখনই কোথাও দেশের জাতীয় সঙ্গীত বাজে, বিশেষ করে বড় টুর্নামেন্টে, তখনই একটা আলাদা অনুভূতি হয়। ২০১১ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপ, আমার কেরিয়ারে প্রথম বড় টুর্নামেন্ট ছিল। সেই প্রথমবার আমি দেখেছিলাম যে একতা জিনিসটা ঠিক কী হতে পারে। তার আগে আমি কখনও জীবনে এমন অভিজ্ঞতা অর্জন করিনি। এটা আমার জীবনে একটা অনেক বড় অভিজ্ঞতা ছিল। শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে যাচ্ছিল।’

 

সেইসঙ্গে তিনি যোগ করেন, ‘প্রত্যেকেই একই সুরে জাতীয় সঙ্গীত গাইছিলেন। প্রত্যেকের সামনে একটাই লক্ষ্য ছিল। ভারতীয় ক্রিকেট দলের জয়। আর অন্য কোনও ব্যাপারে কেউ ভাবছিলেন না। এই এনার্জিটা যথেষ্ট ইতিবাচক। টিম ইন্ডিয়ার সমর্থকরাও যে কতটা চাপে রয়েছেন, কতটা টেনশনে রয়েছেন, সেটা স্পষ্ট বুঝতে পারা যায়। ক্রিকেট মাঠে বহুবার আমাকে জাতীয় সঙ্গীত গাইতে হয়েছে। তবে এরমধ্যে বেশ কয়েকটা মুহূর্ত বেশ স্মরণীয় হয়ে রয়েছে।’

৫ মেডেন, ৫ উইকেট! একাই খেলা ঘোরালেন চাহাল

ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলি যে কতখানি মূল্যবান সম্পদ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ঝুলিতে এমন কয়েকটি রেকর্ড রয়েছে, যা স্পর্শ করা কিংবা ভাঙা যথেষ্ট কঠিন কাজ। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের পরই শতরানের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছেন।ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট। আপাতত তিনি ওডিআই এবং টেস্ট ক্রিকেট খেলবেন।