ফাইনাল বিরাট ঝড়! বড় রানের দিকে এগোচ্ছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট ঝড় (Virat Kohli)। প্রথম ওভারেই তিনটি চার মারলেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন মহারাজ। প্যাভিলিয়নে পাঠান দুরন্ত ফর্মে…

ফাইনাল বিরাট ঝড়! বড় রানের দিকে এগোচ্ছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট ঝড় (Virat Kohli)। প্রথম ওভারেই তিনটি চার মারলেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারেই ভারতকে ধাক্কা দেন মহারাজ। প্যাভিলিয়নে পাঠান দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মাকে। কেশব মহারাজের বলে ক্যাচ আউট হন ভারতের অধিনায়ক। মাত্র ৯ রান করেন তিনি।

ম্যাচের দ্বিতীয় ওভাবে ঋষভ পন্থ-কেও প্যাভিলিয়নে পাঠান কেশব মহারাজ। শূন্য রানে আউট হন তিনি। নেমেই রিভার্স সুইপ করতে গিয়ে আউট পন্থ। এরপর ম্যাচের হাল ধরেন বিরাট। চতুর্থ ওভারে দুর্দান্ত শটে কেশব মহারাজের বল বাউন্ডারি পাঠিয়ে দেন কোহলি। 

পঞ্চম ওভারে ভারতকে বড় ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার রাবাডা। সূর্যকুমার যাদবকে ৩ রানে আউট করে দেন তিনি। ফাইনালে কঠিন পরিস্থিতিতে দলের ইনিংসের দায়িত্ব নিতে ব্যর্থ হন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্য। 

CFL 2024: ১০ মিনিটে ৩ গোল, নৈহাটিতে ঝড় তুলল ভবানীপুর

চলতি বিশ্বকাপে প্রথম একাদশে খুব বেশি বদল করেনি ভারত। সুপার ৮-এ টানা তিন ম্যাচে একই দল খেলিয়েছে তারা। জয়ী দলে সাধারণত বদল হয় না। ফাইনালে একই দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছে রোহিত শর্মার টিম। 

Advertisements

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ।

Mohun Bagan SG: মোহনবাগানের মাঝমাঠ জল্পনায় স্পষ্ট হল দু’টো বিষয়