CFL 2024: ১০ মিনিটে ৩ গোল, নৈহাটিতে ঝড় তুলল ভবানীপুর

জমে উঠেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL 2024)। এদিনই ছিল একাধিক ম্যাচ। ৫টি ম্যাচে মাঠে নেমেছিল দশটি দল। সব ম্যাচেই হল গোল। গোলের সংখ্যার নিরিখে…

Bhawanipore FC scored four goals in cfl 2024

জমে উঠেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL 2024)। এদিনই ছিল একাধিক ম্যাচ। ৫টি ম্যাচে মাঠে নেমেছিল দশটি দল। সব ম্যাচেই হল গোল। গোলের সংখ্যার নিরিখে বেশ উপভোগ্য হয়েছে ম্যাচগুলো। তবে একপেশেভাবে জিতল ভবানীপুর (Bhawanipore FC)। ৪-০ গোলে তারা হারিয়েছে পুলিশ এসিকে।

প্রায় ৪০ গজ দূর থেকে দুরন্ত গোল হল CFL-এ

   

বিরতির আগে এক গোলের এগিয়ে ছিল ভবানীপুর। বাকি গোল তিনটি হয়েছে বিরতির পর। দশ মিনিটের মধ্যে হয়েছে পরের তিনটি গোল। প্রতিপক্ষের ডিফেন্সের শ্লথতার সুযোগ নিয়ে অনায়াসে গোল করে গিয়েছেন ভবানীপুরের ফুটবলাররা। এই ম্যাচে গোল পেয়েছেন মোহবাগানের প্রাক্তন ফুটবলার আজহারউদ্দিন মল্লিক।

নৈহাটী বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে দুই দলই মাটিতে বল রেখে খেলার চেষ্টা করেছে। এ ব্যাপারে ভবানীপুর একটু এগিয়ে ছিল। তাদের পাসিং ফুটবল প্রতিপক্ষের তুলনায় হয়েছে অনেকটাই নিখুঁত। ফাঁকা জায়গায় বল বাড়িয়ে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন ভবানীপুরের ফুটবলাররা। ফরোয়ার্ড পাস বাড়ানোর ব্যাপারেও পুলিশ এসির থেকে এগিয়ে ভাবনীপুর।

CFL-এ নজর কাড়লেন এক বাঙালি ফরোয়ার্ড

বিরতির আগে মোটের ওপর তুল্যমূল্য খেলা হয়েছিল। বিরতির পর ম্যাচের রাশ চলে যায় ভবানীপুরের দিকে। পাসিং ফুটবল খেলতে গিয়ে ভুল করে ফেলছিলেন পুলিশের খেলোয়াড়রা। বল ছাড়তে দেরি করেছেন, সেই সুযোগ নিয়েছে ভবানীপুর।

১৬ মিনিটে গোল করে ভবানীপুরকে এগিয়ে দিয়েছিলেন ভি ছাঙতে। পরের গোলগুলো হয়েছে যথাক্রমে মদন মান্ডি (৮৩ মিনিট), আজহারউদ্দিন মল্লিক (৮৮ মিনিট) ও রিসোয়ান সৌকত (৯০+২ মিনিট)।