World Cup: সিরাজের দ্রুত গতির বল লাগল বিরাটের হাতে, যন্ত্রণায় ছাড়লেন ব্যাট

Virat Kohli Mohammed Siraj

২০২৩ বিশ্বকাপকে (World Cup) সামনে রেখে পুরোদমে চলছে টিম ইন্ডিয়ার অনুশীলন। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ম্যান ইন ব্লু ব্রিগেড। ম্যাচের আগে মহম্মদ সিরাজের বলে হাতে আঘাত পেয়েছেন বিরাট কোহলি। অনুশীলন করার সময় সিরাজের দ্রুত গতির বল গিয়ে লেগেছে বিরাটের হাতে। বলের বাউন্স বুঝতে পারেননি তিনি। যন্ত্রণায় উইকেট থেকে সরে যান বিরাট।

বিশ্বকাপ ২০২৩- এর অন্যতম ফেভারিট দল ভারত। সব দিক বিচার করে শক্তপোক্ত দল গড়েছে বিসিসিআই। বিরাট কোহলি দলের ব্যাটিং ইউনিটের অন্যতম মূল স্তম্ভ। প্র্যাকটিস সেশনের এই ঘটনা কোহলি ভক্ত তথা ভারতীয় ক্রিকেট প্রেমীদের উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে চোট সমস্যায় পড়েছিল ভারত। বিসিসিআই- এর ভাবনায় থাকা অক্ষর প্যাটেল চোট পেয়ে ছিটকে গিয়েছেন ওয়ার্ল্ড কাপ থেকে। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

   

ভারতীয় ক্রিকেট প্রেমী কিংবা বোর্ড কর্তারা নতুন কোনো চোট সমস্যার সম্মুখীন হতে চাইবেন না। বিশেষত কয়েক দিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে বিরাটের মতো কেউ চোট পেলে বড় রকমের সমস্যায় পড়তে পারে দল। যদিও বিরাটের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। অনুশীলন ম্যাচেও তাকে খেলতে দেখার সম্ভাবনা প্রবল। চোট গুরুতর না হলেও উদ্বেগে থাকবেন ক্রিকেট প্রেমীদের কেউ কেউ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন