Wednesday, November 26, 2025
HomeSports NewsVirat Kohli : নিউল্যান্ডসে 'বিরাট' ভক্তকুল শতরানের প্রত্যাশায়

Virat Kohli : নিউল্যান্ডসে ‘বিরাট’ ভক্তকুল শতরানের প্রত্যাশায়

- Advertisement -

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ২০০৮ সালের আগস্ট মাসে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখন পর্যন্ত কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।

মাস্টার ব্লাসার্স শচীন তেন্ডুলকারের ১০০ তম সেঞ্চুরির রেকর্ড ভাঙার দৌড়ে কোহলিই ছিলেন শীর্ষ বাছাই, তবে ভারতের টেস্ট অধিনায়ক হয়ে সেঞ্চুরি করার পর ২ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, শতরানের খরায় শুকিয়ে যাচ্ছে বিরাট ব্যাট।

   

কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন (টেস্টে ২৭টি এবং ওয়ানডেতে ৪৩টি)। বিরাট কোহলির সেঞ্চুরি করাটা প্রায় অভ্যাসের মতো মনে হচ্ছিল, কিন্তু বিগত দু’বছরে ভারতের টেস্ট অধিনায়কত্বর চাপ পড়েছে কিং কোহলির ওপর।

সাম্প্রতিক সময়ে কোহলি বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালে ইডেন গার্ডেনে গোলাপী বলের টেস্ট ক্রিকেট ম্যাচে শতরান করেন। দিন-রাতের ওই টেস্ট ম্যাচে ১৩৬ রান করেছিলেন কিং কোহলি এবং গোলাপী বলের টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির এমন রেকর্ড চিরকাল অক্ষয় হয়ে থাকবে।

প্রায় ২৮ মাসেরও বেশি সময় ধরে সেঞ্চুরি মিস করার পরেও কোহলির ব্যাটিং গড় এখনও ঈর্ষণীয়।

৯৮ টি টেস্টে ১৬৬ টি ইনিংসে বিরাট কোহলির মোট রান ৭৮৫৪, ব্যাটিং গড় ৫০.৩৫,স্ট্রাইক রেট ৫৬.২৮, টেস্টে সর্বোচ্চ রান ২৫৪।

২৫৪ টি একদিবসীয় ম্যাচে বিরাটের সংগ্রহ ২৪৫ ইনিংসে মোট রান ১২১৬৯ ব্যাটিং গড় ৫৯.০৭,স্ট্রাইক রেট ৯৩.১৭, ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ রান ১৮৩।

টি২০ ফর্ম্যাটে বিরাট কোহলি ৯৫ ম্যাচে ৮৭ ইনিংসে ৩২২৭ রান করেছেন। এই ফর্ম্যাটে ব্যাটিং গড় ৫২.০৫,স্ট্রাইক রেট ১৩৭.৯১,সর্বোচ্চ রান ৯৪।

পরিসংখ্যানের দিক থেকে বিরাট কোহলি কিং সাইজের তাতে কোনও সন্দেহ নেই,কিন্তু বিরাট ভক্তদের একটাই আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে ২৮ মাস হয়ে গেল,বিরাট কোহলির ব্যাট থেকে শতরান আসেনি।

মঙ্গলবার, প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে কেপটাউনের, নিউল্যান্ডসে। বিসিসিআই এক টুইট ভিডিওতে নেট সেশনে বিরাট কোহলির নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিও পোস্ট করেছে।

ওই ভিডিওতে কিং কোহলি রীতিমত ছন্দে থাকার ইঙ্গিতবহ ব্যাটিং অনুশীলনের কয়েক মুহুর্ত ধরা পড়েছে। এখন কথা হচ্ছে নেট সেশনে ব্যাটিং’র রিদম (ছন্দ) ফিরে পাওয়া এবং অন দ্য গ্রাউন্ড ম্যাচ সিচুয়েশন অনুসারে ব্যাটিং করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।

তবে এটা ঠিক যে নেট সেশনে ব্যাটসম্যান এবং বোলার নিজেদের শক্তি যাচাই করে নিয়ে নিজেকে ম্যাচ কন্ডিশনে গুছিয়ে নেওয়ার একটা বিরাট সুযোগ পেয়ে যায়। কিং কোহলির নেট সেশনে ব্যাটিং ভিডিও, যা বিসিসিআই টুইট করেছে তাতে করে কিছুটা হলেও আশ্বস্ত হতেই পারে বিরাট ভক্তকুল।

যদিও আসল পরীক্ষা ম্যাচ সিচুয়েশনে মুখে দাঁড়িয়ে কিভাবে কিং কোহলির বিরাট ব্যাট কিভাবে এনগিদি, রাবার, জ্যানসেনদের সামলে নিয়ে ভারতকে টেস্ট ম্যাচ জয় সঙ্গে সিরিজ জয়ের ঐতিহাসিক মুহুর্তে এগিয়ে নিয়ে যায়।

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

Recent Comments