
রাজকোটে বড় রান এল না বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। তবু মাত্র এক ঝলকেই তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের বহুদিনের এক অনন্য রেকর্ড। রেকর্ড বইয়ে নাম উঠল, কিন্তু ইতিহাস লেখা হলো না, এ যেন বিরাট কোহলির ইনিংসের সংক্ষিপ্তসার।
হামিদের পর লাল-হলুদ ছাড়ছেন এই তারকা বিদেশি? আভাস সোশ্যাল মিডিয়ায়
বুধবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরু থেকেই নজর কাড়েন কোহলি। ইনিংসের প্রথম বলেই দুরন্ত একটি চার মেরে তিনি ছাপিয়ে যান সচিন তেন্ডুলকরের কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে করা সর্বাধিক রানের রেকর্ড। এতদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিনের সংগ্রহ ছিল ১৭৫০ রান। সেই রেকর্ড ভেঙে কোহলি পৌঁছে যান ১৭৭৩ রানে, হয়ে ওঠেন এই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না।
ইনিংস কিছুটা এগোনোর পরই ক্রিস্টিয়ান ক্লার্কের এক চতুর ডেলিভারিতে ফাঁদে পড়েন বিরাট। ১২৮.৪ কিমি/ঘণ্টা গতিতে অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকে আসা বলটি থার্ড ম্যানের দিকে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে সোজা আছড়ে পড়ে মিডল স্টাম্পে। বলটি প্রত্যাশার তুলনায় অনেক নিচু হয়ে আসায় সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন কোহলি। পিচের আচরণই শেষ পর্যন্ত তাঁর সর্বনাশ ডেকে আনে।
পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট
ফলে মাত্র ২৯ বলে ২৩ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতীয় তারকাকে। তাঁর ইনিংসে ছিল দুটি চার। এই ম্যাচে বড় রান করতে না পারায় ভেঙে যায় কোহলির অসাধারণ ধারাবাহিকতাও। এর আগে টানা পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০-এর বেশি রান করেছিলেন তিনি। রাজকোটে যদি আরও একবার সেই মাইলস্টোন স্পর্শ করতে পারতেন, তবে তিনিই হতেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি টানা ছ’টি ওয়ানডে ইনিংসে ৫০+ রান করার কৃতিত্ব অর্জন করতেন। কিন্তু ভাগ্য সেদিন সহায় ছিল না।
ক্লার্কের দাপট, ব্যাটসম্যানদের ভোগান্তি
রঞ্জিতে এই তারকা ছাড়াই ২২ গজে নামছে বঙ্গ ব্রিগেড
নিউজিল্যান্ডের পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক রাজকোটে কার্যত তাণ্ডব চালান। কোহলির পাশাপাশি রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন তিনি। সাধারণত ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত রাজকোটের পিচে এ দিন দেখা গেল উল্টো ছবি। বল কিছুটা নিচু হয়ে আসায় এবং গতি থাকায় রান তুলতে বেশ বেগ পেতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। রেকর্ড ভাঙা সত্ত্বেও তাই রাজকোটের এই ম্যাচ বিরাট কোহলির কাছে থেকে যাবে অপূর্ণতার গল্প হয়েই, যেখানে কীর্তি আছে, কিন্তু ইতিহাসের শেষ অধ্যায়টা লেখা হয়নি।










