কানপুরেই শচীনকে টপকে বিশ্বরেকর্ড কোহলির, সামনে শুধুই ব্র্যাডম্যান

রানমেশিন শব্দটা বোধহয় তাঁকেই সব থেকে বেশি মানায়। তবে চলতি বছরে তিনি যেভাবে ফর্মে রয়েছেন তাতে বিরাট কোহলিকে রানমেশিনের জায়গায় ‘রেকর্ডমেশিন’ বললেও খুব একটা ভুল…

Virat Kohli Breaks Another Sachin Tendulkar Record, Makes History with Massive Run Tally

রানমেশিন শব্দটা বোধহয় তাঁকেই সব থেকে বেশি মানায়। তবে চলতি বছরে তিনি যেভাবে ফর্মে রয়েছেন তাতে বিরাট কোহলিকে রানমেশিনের জায়গায় ‘রেকর্ডমেশিন’ বললেও খুব একটা ভুল কিছু হবেনা। গতবছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেই ভারত তথা বিশ্বের কিংবদন্তি ব্যাটার শচীন তেন্ডুলকরের ৫০টি শতরানের রেকর্ড ভেঙেছিলেন তিনি। তবে ওয়ানডের পর টেস্ট ক্রিকেটে কানপুরের মাটিতে শচীনের আরও একটি রেকর্ড ভাঙলেন দিল্লির এই তারকা ডান-হাতি ব্যাটার। আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ব্যক্তিগত ক্ষেত্রে দ্রুততম ২৭ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন কিং কোহলি (Virat Kohli)। এদিন ভারতের হয়ে ব্যাট করতে নেমে ৪৭ রানের ইনিংস খেলে আউট হওয়ার আগে এই রেকর্ড গড়েন তিনি।

   

এদিন প্রাক্তন ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ২৭০০০ রান পূর্ণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের মধ্যে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারার দখলেই শুধু এই রেকর্ড রয়েছে। ফলত আজকের ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। এছাড়াও ভারতীয়দের মধ্যে সব থেকে দ্রুততম ব্যাটার হিসবে এদিন ২৭০০০ রান পূর্ণ করেন বিরাট। এতদিন এই রেকর্ড ছিল শচীন তেন্ডুলকরের দখলে।

IND vs BAN: কোহলি-বুমরাহের প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম টেস্টের টিম ঘোষণা ভারতের

এদিন কানপুরের মাটিতে বিরাট এই মাইলফলক স্পর্শ করেন মাত্র ৫৯৪টি ইনিংস খেলে, যেখানে ২০০৭ সালে শচীন ৬২৩ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন। এছাড়াও শ্রীলঙ্কার সাঙ্গাকারা ২০১৫ সালে ব্যক্তিগত ৬৪৮ তম ইনিংসে এই মাইলফলক অর্জন করেছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার পন্টিং ৬৫০ তম ইনিংসে এই রেকর্ড স্পর্শ করেন। ফলত ইনিংসের দিক বিচার করলে দিল্লির ডান হাতি ব্যাটারই এখনও পর্যন্ত সবথেকে দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে কানপুর টেস্টে বিরাটের পাশাপাশি দ্রুততম দুশো রানের রেকর্ড গড়ার নজির গড়ল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস খেলতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪.২ ওভরেই ২০০ রানের গন্ডি পেরিয়ে যায় ভারত। ২০১৭ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৮.১ ওভারে এই রেকর্ড গড়েছিল অজিরা। ফলত অস্ট্রেলিয়াকে টপকে এখন এই রেকর্ড ভারতের দখলে। বাংলাদেশের ২৩৩ রানের জবাবে খেলতে নেমে প্রায় টি টোয়েন্টির গতিতে নিজের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। এদিন ৫১ বল খেলে ৭২ রানের ইংনিস খেলে যান তিনি। বিরাট (Virat Kohli) এবং জয়সওয়ালের পাশাপাশি ব্যাট হাতে সফল হয়েছেন লোকেশ রাহুলও (৬৮)।