বর্ষবরণে উৎসব মেতে উঠেছে গোটা বিশ্ব। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে সেলিব্রেশন চলছে নানা দেশে। এই বর্ষবরণের রাতে সবার নজরকেড়েছে তারকা দম্পতি বিরুষ্কা (virushka) । বর্তমানে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও তার স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney) । সেখানে এক বিশেষ মুহূর্তে ধরা পড়েছে তাদের নতুন বছরের উদযাপন।
virat and anushka spotted in sydney likely celebrating new year 💗 pic.twitter.com/Grn54flBE1
— 𝒑𝒓𝒊. 💌 (@ssnoozefest) December 31, 2024
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় হাতে-হাত ধরে হাঁটছেন। দুজনেরই পরনে ছিল কালো পোশাক। বিরুষ্কার (virushka) এই স্নিগ্ধ মুহূর্তে নেটিজেনরা মুগ্ধ হয়ে ভিডিওটি শেয়ার করছে। এই ভিডিওতে তাদের সঙ্গে রয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কলও। নেটিজেনদের অনেকই মনে করেছেন তারা কোনো পার্টিতে যাচ্ছিল।
ভারতীয় সময়ের তুলনায় সিডনি অনেকটা এগিয়ে। তাই সিডনিতে (Sydney) আগেই বর্ষবরণের উৎসব শুরু হয়েছিল। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা মেলবোর্নে ছিলেন। কিন্তু এই নতুন বছরের শুরুতে তারা সিডনিতে আসার পর সেলিব্রেট করেছেন বর্ষবরণ উৎসব।
প্রসঙ্গত, বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ফর্ম এই মুহূর্তে অনেকটাই খারাপ। মেলবোর্নে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ভারত হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। বিরাটও ব্যাটে রান না পাওয়ায় হতাশায় ছিলেন। এমসিজি-তে আউট হওয়ার পর তার স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) হতাশা সবকিছুই বুঝিয়ে দিয়েছিল। তবে এখন বিরাট ফিরতে চান তার হারানো ফর্মে।
উল্লেখ্য, ৩ জানুয়ারি সিডনিতে (Sydney) শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট। ভারতের দল, বিশেষ করে বিরাট কোহলি নতুন বছরে তার পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া। এখন দেখার বিষয়, নতুন বছরে ক্রিকেটের রাজা বিরাট কোহলি ব্যাট হাতে কি আবার তার চেনা আক্রমণাত্মক ফর্মে ফিরে আসবেন?