“ওরে ভাই ফাগুন লেগেছে, বনে বনে….আড়ালে আড়ালে কোণে কোণে…” সোমবার প্রেম দিবস, ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’ (Valentine Day) এমন আবেগঘন মুহুর্তে ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল নিজের প্রিয়তমার সঙ্গে আবেগের চরম উষ্ণক্ষণে লিপ লক চুম্বনের আতিশয্যে গা ভাসিয়ে দিয়েছে। যা এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল।
নিজের ফেসবুক প্রোফাইলে ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল প্রিয়তমার সঙ্গে লিপ লক আবেগের ফল্গুধারাতে ভেসে গিয়ে ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছে,”শুভ 10th beb ❤️
#ভালোবাসার দিন #ভেলেন্টাইনসডে”
মঙ্গলবার সবুজ মেরুন ব্রিগেড খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। নিজের টুইটার হ্যান্ডেলে প্রীতম কোটালের পোস্ট এই ম্যাচ নিয়ে,”আগামীকালের সংঘর্ষের আগে সেই চূড়ান্ত বিবরণ নিয়ে কাজ করছি 💪
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #IndianFootball #HeroISL “
সব মিলিয়ে ভ্যালেন্টাইন ডে’তে আবেগের খরস্রোতা নদীতে হাবুডুবু খেয়ে চলেছে ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল প্রিয়তমার সঙ্গে।