Harshit Rana: BCCI-এর সঙ্গে কথাই বলবেন না’, ঝড়ের সন্ধ্যায় বললেন হর্ষিত রানা

harshit rana

ভাইরাল হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের একটি ভিডিও। সেখানে হার্ষিত রানাকে (Harshit Rana) বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে কথোপকথনের সময়ে হার্ষিত বলেছেন, ‘BCCI-এর সঙ্গে কথাই বলবেন না’।

Advertisements

সোমবার কলকাতায় দুর্যোগের কারণে সূচি মেনে অবতরণ করতে পারেনি বিমান। ঘুরিয়ে দেওয়া হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের প্লেন। যাত্রার অতিরিক্ত সময়কালে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানেই এরূপ মন্তব্য করেছেন হার্ষিত রানা।

গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সাত উইকেটের জয়ের সময় আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য রানাকে তার ম্যাচ ফির ১০০% জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এর আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লায়িং কিস দেওয়ার জন্য রানাকে ম্যাচ ফির ৬০% জরিমানা করা হয়েছিল।

দিল্লির বিরুদ্ধে ম্যাচে রানা প্রায় একই অপরাধের পুনরাবৃত্তি করেছিলেন। অভিষেক পোড়েলকে আউট করার পর রানা তাঁর দিকে কিছু ইঙ্গিত করেছিলেন। পোড়েলকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

Advertisements

গুয়াহাটির দিকে বিমান ঘুরিয়ে দেওয়ার পর ইনস্টাগ্রাম লাইভ করেছিল কলকাতা নাইট রাইডার্স। কথা বলছিলেন কোচ ও হার্ষিত রানা। বিষয় ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আসন্ন ম্যাচ (১৯ মে)।

‘১৯ তারিখের বদলে কাল, পরশু ম্যাচটা খেলে নেওয়া যাক, তাহলে উনিশে আর আসতে হবে না’। রানার এই কথার প্রেক্ষিতে কোচ বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে ব্যাপারটা দেখছি।’ এরপরেই রানা বলেছেন,’BCCI-এর সঙ্গে কথাই বলবেন না’।