কিছুদিন আগেই শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের মরশুম। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রফির ফাইনালে মোহনবাগান (Mohun Bagan) দলকে পরাজিত করে খেতাব ঘরে তুলেছে মুম্বাই সিটি এফসি। এগিয়ে থেকেও ট্রফি নিশ্চিত করতে পারেনি অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। তবে এই মরশুমে শিল্ড জয়ের সুবাদে নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে সবুজ-মেরুন শিবির। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। নতুন ফুটবলারদের সই করানো পাশাপাশি বেশ কিছু পুরনো ফুটবলারদের ছাড়তে চলেছে মোহনবাগান।
নতুন ফুটবল চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাক্লারেন। এই সিজনে অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাব মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় এই ফুটবলার। আগামী সিজেনের জন্য তাকে পেতে অলআউট ঝাঁপিয়েছে মেরিনার্সরা।
বলতে গেলে কলকাতার এই প্রধানে অনেকটাই নিশ্চিত তিনি। এছাড়াও এক বিদেশী মিডফিল্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। তিনি রাউজবেহ চেশমী। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের ডাকুতে ফুটবলারের দিকে নজর রয়েছে বেশ কিছু ফুটবল ক্লাবের।
যাদের মধ্যে রয়েছে মোহনবাগানের মত ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, তাকে বেশ মোটা অর্থের প্রস্তাব পাঠিয়েছে দল। তবে সেক্ষেত্রে দল ছাড়তে হতে পারে বাগানের এক পুরনো ফুটবলারকে। তিনি জনি কাউকো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ফিনল্যান্ডের ফুটবলারকে বিদায় জানিয়ে ইরানের সেই ফুটবলারকে নিতে পারে বাগান ব্রিগেড। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে দলকে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কোন কিছু।