Punjab FC: পাঞ্জাবে ভিনিত রাই, দলে এল নতুন গোলরক্ষক

আইএসএলে নিজেদের প্রথম বছরে অনবদ্য পারফরম্যান্স ছিল পাঞ্জাব এফসির (Punjab FC)। টুর্নামেন্টের প্রথম লেগে কিছুটা পিছিয়ে পড়তে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল এই ক্লাব। একটা…

Vinit Rai Joins Punjab FC, New Goalkeeper Muheet Shabir Khan Strengthens Team

আইএসএলে নিজেদের প্রথম বছরে অনবদ্য পারফরম্যান্স ছিল পাঞ্জাব এফসির (Punjab FC)। টুর্নামেন্টের প্রথম লেগে কিছুটা পিছিয়ে পড়তে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল এই ক্লাব। একটা সময় প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে গন্য করা হলেও জয়ের ধারা বজায় রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। যা নিয়ে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবুও নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে স্টাইকোস ভার্গেটিসের ছেলেরা।

আসন্ন ফুটবল মরশুমের জন্য নতুন করে সেজে উঠছে পাঞ্জাব। কিছুদিন আগেই বিদায় জানানো হয় গত মরশুমের কোচ অন্যান্য সহকারীদের। পরিবর্তে গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসকে দেওয়া হয় দলের দায়িত্ব। নয়া কোচের নির্দেশ মেনেই ফুটবলার চূড়ান্ত করতে শুরু করে ম্যানেজমেন্ট। যার মধ্যে ভিনিত রাইয়ের নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে।

   

বলাবাহুল্য , এই ভারতীয় মিডফিল্ডারকে দলে নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই আসরে নেমেছিল টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব। কিন্তু প্রথম থেকেই দৌড়ে এগিয়ে ছিল পাঞ্জাব এফসি। অবশেষে এই শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় ভিনিত রাইয়ের যোগদানের কথা। এছাড়াও আই লিগের এক গোলরক্ষককে দলে টেনেছে ম্যানেজমেন্ট।

তিনি মুহিত সাবির। আগের মরশুমে রিয়াল কাশ্মীরের হয়ে আইলিগ খেলেছিলেন এই ভারতীয় গোলরক্ষক। এবার তাকেই দলে টেনেছে আইএসএলের এই ক্লাব।