অলিম্পিক অতীত! রাজনীতির ‘আখড়ায়’ বাজিমাত ভিনেশের

প্যারিস অলিম্পিকে ভঙ্গ হয়েছিল পদক জয়ের আশা। শেষ পর্যন্ত পৌঁছে বাতিল হয়ে যান ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। দেশে ফিরে দুষেছিলেন কেন্দ্রের সরকারকে। তাঁর সঙ্গে ষড়যন্ত্র…

Vinesh Phogat Haryana Election অলিম্পিক অতীত! রাজনীতির 'আখড়ায়' বাজিমাত ভিনেশের

প্যারিস অলিম্পিকে ভঙ্গ হয়েছিল পদক জয়ের আশা। শেষ পর্যন্ত পৌঁছে বাতিল হয়ে যান ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। দেশে ফিরে দুষেছিলেন কেন্দ্রের সরকারকে। তাঁর সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। সিদ্ধান্ত নিয়েছিল কুস্তির আকড়া ছেড়ে যোগ দেবেন রাজনীতির ময়দানে। হরিয়ানা নির্বাচনের আগে এই কুস্তিগীর যোগদান দিয়েছিলেন কংগ্রেসে। সেই রাজ্যের নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat) প্রার্থী করেছিল হাত শিবির। এবার এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হলেন তিনি।

Hariyana election result 2024: হরিয়ানার ফল নিয়ে ‘না খুশ’ কংগ্রেস, কাঠগড়ায় নির্বাচন কমিশন

   

মঙ্গলবার হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই, একের পর এক আসনে খাতা খুলতে থাকে কংগ্রেস। সকলেই আশা করছিলেন গণনা শেষে জুলানা কেন্দ্র থেকে বিপুল ভোট জিতবেন এই প্রাক্তন কুস্তিগীর। সেই মতো প্রথম দিকে এগিয়ে ছিলেন তিনি। তবে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে হাজারখানেক ভোটে পিছিয়ে পড়েন। ততক্ষনে দুরন্ত ইনিংস শুরু করে দিয়েছে বিজেপি।

পুজোর আগেই সুখবৱ! কেকেআরে ফিরছেন এই তিন তারকা

কংগ্রেসের এগিয়ে যাওয়া এক এক আসনে দুরন্ত কমব্যাক করছে পদ্মশিবির। এর মধ্যেই জুলানা কেন্দ্রে খেলা ঘুরল নবম রাউন্ডে। সেখানে দেখা গেল অন্য ছবি। ফের চার হাজার ভোটে এগিয়ে গেলেন কংগ্রেসের ভিনেশ। তারপর থেকে ক্রমাগত প্রতিটি রাউন্ডের গণনায় বাড়াতে থাকলেন জয়ের ব্যবধান। শেষ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী জোগেশ কুমারকে ৬০১৫ ভোট হারিয়ে শেষ হাসি হাসলেন অলিম্পিকে আশা হত হয়ে ফিরে আশা ভিনেশ ফোগাট (Vinesh Phogat)।

প্রথমে শোনা গিয়েছিল ভিনেশের বিরুদ্ধে প্রার্থী হবেন তাঁরই তুতো বোন ববিতা ফোগাট। তবে শেষ পর্যন্ত জোগেশ কুমারকে ওই কেন্দ্রে টিকিট দেয় বিজেপি। তবে লেভার লাভ কিছুই হল না। হরিয়ানায় বিজেপি হ্যাটট্রিক করলেও এই কেন্দ্রে নিরাশ করল ফলাফল। কারণ বিজেপির সঙ্গে ভিনেশের ‘শত্রুতা’ দীর্ঘদিনের। কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে যে আন্দোলন হয়েছিল, তার নেতৃত্ব দিতে গিয়ে রাজধানীর রাজপথে হেনস্তা হতে দেখা গিয়েছিল ভিনেশকে। আবার কুস্তি ফেডারেশনের জন্যই নিজের অলিম্পিকে বিভাগে লড়তে পারেননি তিনি। তাঁকে লড়তে হয়েছে ওজন কমিয়ে। যার জেরে ফাইনালে ওজন বেড়ে গিয়ে জেতা পদক হাতছাড়া হয়েছে তাঁর।