Vijay Hazare Trophy: ভারতের ঘরোয়া ক্রিকেটে নজির গড়ল এই রাজ্য

Vijay Hazare Trophy, Haryana

হরিয়ানা প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে অনুষ্ঠিত ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অশোক মেনারিয়ার নেতৃত্বে হরিয়ানা Vijay Hazare Trophy 2023 সেমিফাইনালে তামিলনাড়ুকে ৬৩ রানে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি দলটি।

Advertisements

আরও পড়ুন: Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!  

গ্রুপ পর্বের ম্যাচে হরিয়ানা যথাক্রমে উত্তরাখণ্ড, বিহার, চণ্ডীগড়, মিজোরাম, দিল্লি, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীরকে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনালে বাংলাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় হরিয়ানা। এরপর সেমিফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে ফাইনালের জায়গা নিশ্চিত করে। আগামী ১৬ ডিসেম্বর শনিবার রাজকোটে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরও পড়ুন:Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’  

Advertisements

টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল হরিয়ানা ও তামিলনাড়ু। এরপর ১৪ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি রাজস্থান ও কর্ণাটক। দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তারা শিরোপা লড়াইয়ে হরিয়ানার মুখোমুখি হবে। সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা এবং ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৩ রান তোলে। হিমাংশু রানা দলের পক্ষে ১১৬ রানের সবচেয়ে বড় ইনিংস খেলেন, যার মধ্যে ১১ টি চার এবং ২ টি ছক্কা ছিল। এ ছাড়া ওপেনার যুবরাজ ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন।

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি! 

এরপর লক্ষ্য তাড়া করতে নেমে তামিলনাড়ু ৪৭.১ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় এবং ৬৩ রানে জয়ী হয়। হরিয়ানার হয়ে ৪ উইকেট নেন অনশুল কম্বোজ। এছাড়া রাহুল তেওয়াটিয়া পেয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন সুমিত কুমার, নিশান্ত সিন্ধু ও হর্ষল প্যাটেল।