কলকাতা লিগে আসেনি জয়, ডার্বির আগে প্রবল চাপে মোহনবাগান

Mohun-Bagan-Set-to-Begin-Full-Team-Practice

কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। প্রথম ম্যাচেই ভবানীপুর ক্লাবের কাছে আটকে যেতে হয়েছিল এই প্রধানকে। শনিবার রেনবোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। কাজে আসেনি সুহেল ভাটের জোড়া গোল। পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছে রেনবো এফসি। যা হতাশ করেছে সমর্থকদের।

Advertisements

তাই এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে এখনও জয়ের মুখ দেখেনি ডেগি কার্ডোজোর ছেলেরা। আগামী ১৩ ই জুলাই তাদের লড়াই করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই ম‌্যাচ নিয়ে অনেক আগে থেকেই উন্মাদনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। সব ঠিকঠাক এগোলে

Advertisements

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে এই ডার্বি ম্যাচ। কিন্তু রেনবোর সাথে পয়েন্ট ভাগাভাগি করায় কিছুটা হলেও চাপ থাকছে বাগানের।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিরাট বড় ব্যবধানে টালিগঞ্জ অগ্রগামীকে পরাজিত করেছে বিনো জর্জের ছেলেরা। যারফলে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ ব্রিগেড। এই আত্মবিশ্বাস নিয়েই রবিবার বিকেলে নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্ৰাফের মুখোমুখি হবে মশাল ব্রিগেড।

গত ম্যাচের মতো এই ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য রয়েছে আদিত্য পাত্রদের। সেক্ষেত্রে আসন্ন কলকাতা ডার্বির আগে অনেকটাই ফুরফুরে মেজাজে থাকতে পারবে ছেলেরা। কিন্তু তার আগে দ্বিতীয় ম্যাচে জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য সকলের।