Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal: অপেক্ষার অবসান, রাতেই শহরে আসছেন লাল-হলুদের নয়া স্প্যানিশ

East Bengal: অপেক্ষার অবসান, রাতেই শহরে আসছেন লাল-হলুদের নয়া স্প্যানিশ

- Advertisement -

জানুয়ারী মাসের শেষেই ইস্টবেঙ্গল (East Bengal) দলে সই করেছেন স্প্যানিশ তারকা ভিক্টর ভাসকুয়েজ (Victor Vazquez)। একটা সময় বার্সেলোনার মত দলের হয়েও ফুটবল খেলেছেন তিনি। পরবর্তীতে খেলেন টরেন্টো এফসিতে। এবার তাকেই দলে টেনে নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। নাম ঘোষণা হওয়ার পর থেকেই খুব তাড়াতাড়ি এই বিদেশিকে দলে আনতে চাইছিল কলকাতা ময়দানের এই প্রধান।

সেইমতো অধিক সক্রিয় হয়ে ওঠে দলের ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ঘোষণার দিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্লাব এবং এই ফুটবলারের ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত কে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়। যা থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল সমস্ত কিছু।

   

কিন্তু তবুও সকলের মনে প্রশ্ন ছিল যে কবে আসবেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। সেইসময় কোনো কিছু না জানা গেলেও এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আজ রাতের মধ্যেই কলকাতার বুকে পা রাখছেন নয়া বিদেশী ভিক্টর ভাসকুয়েজ। হ্যাঁ, ঠিক শুনছেন। অর্থাৎ কালকের মধ্যেই দেখা যেতে পারে এই দাপুটে ফুটবলারকে।‌ যা নিঃসন্দেহে খুশির খবর লাল-হলুদ সমর্থকদের জন্য। এই স্প্যানিশ তারকার উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হবে তা কিন্তু বলাই চলে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচের আগেই ডাগ আউটে দেখা যেতে পারে এই তারকাকে।

উল্লেখ্য, এবারের এই সিজনে আরেক স্প্যানিশ তারকা বোরহা হেরেরার পরিবর্তে ভাসকুয়েজকে দলে এনেছে ইস্টবেঙ্গল। প্রথমদিকে বোরহা হেরেরা খুব একটা সক্রিয় না থাকলেও পরবর্তীতে যত সময় এগিয়েছে ততই নিজেকে মেলে ধরতে শুরু করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর থাকা হলনা লাল-হলুদের সংসারে। লোনের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে এফসি গোয়া দলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular