Arvind Kejriwal: আমাকে বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে: কেজরিওয়াল

ফের বিস্ফোরক কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে বিজেপিতে যোগ দিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। এর আগে তিনি দাবি করেছিলেন, তাঁর আম আদমি…

Arvind-Kejriwal

ফের বিস্ফোরক কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে বিজেপিতে যোগ দিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। এর আগে তিনি দাবি করেছিলেন, তাঁর আম আদমি সরকারকে ভাঙতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই দাবির সত্যতা জানতে দিল্লি পুলিশের ক্রাইম বাঞ্চ কেজরিকে নোটিশ পাঠিয়ে অভিযুক্ত বিজেপি নেতাদের নাম চেয়েছে। তবে নোটিশের বিষয়ে বিষয়ে নীরব কেজরিওয়াল। এবার তিনি মুখ খুললেন এবং বিস্ফোরক দাবি করলেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার রোহিণীতে একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেছেন, তাকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। বিজেপিকে নিশানায় করে তিনি বলেন, “তারা আমাদের বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র করতে পারে। আমিও দৃঢ়। আমি নত হব না। তারা আমাকে বিজেপিতে যোগ দিতে বলছে, তারপর তারা আমাকে একা ছেড়ে দেবে। কিন্তু আমি বলেছিলাম যে আমি কখনই বিজেপিতে যাব না, আমি কখনই বিজেপিতে যোগদান করব না, একেবারেই নয়,”

   

কেজরিওয়াল আরও অভিযোগ করেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র জাতীয় বাজেটের মাত্র 4 শতাংশ স্কুল এবং হাসপাতালে ব্যয় করে যার বিপরীতে দিল্লি সরকার প্রতি বছর তার বাজেটের 40 শতাংশ ব্যয় করে।

কেজরিওয়াল বলেন, “আজ সব এজেন্সি আমাদের পিছনে লেগেছে। মনীশ সিসোদিয়ার দোষ হল তিনি ভাল স্কুল তৈরি করেছিলেন। সত্যেন্দ্র জৈনের দোষ হল তিনি ভাল হাসপাতাল এবং মহল্লা ক্লিনিক তৈরি করেছিলেন। মনীশ সিসোদিয়া যদি স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য কাজ না করতেন তবে তাকে হেনস্থা করা হতো না। উল্লেখ্য, সিসোদিয়াকে মদ কেলেঙ্কারি তদন্তে গ্রেফতার করা হয়। এটি ভুয়ো অভিযোগ বলে দাবি করেছে আম আদমি পার্টি।

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি সরকারের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে গেছে ইডি। কেন্দ্রীয় এই আর্থিক তদন্তকারী সংস্থার অভিযোগ, মদ কেলেঙ্কারির মামলায় বারবার কেজরিওয়ালকে জেরায় হাজিরা দিতে বলা হলেও তিনি জেরা এড়িয়েছেন। জানা যাচ্ছে বুধবার কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন জানাতে পারে ইডি। সেই প্রস্তুতি শুরু হয়েছে।